জিম্বাবুয়ে-স্কটল্যান্ডের ম্যাচ দিয়ে আজ শেষ হলো বিশ্বকাপের প্রথম রাউন্ডের খেলা। শনিবার থেকে শুরু হতে যাচ্ছে সুপার টুয়েলভের মাঠের লড়াই। প্রথম ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে প্রতিবেশী দেশ নিউজিল্যান্ড। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর একটায়। 

টি-টোয়েন্টি ক্রিকেটে একে অপরের বিপক্ষে মোট ১৫টি ম্যাচ খেলেছে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড। তাতে অস্ট্রেলিয়ার ১০ জয়ের বিপরীতে ৫টি ম্যাচ জিতেছে নিউজিল্যান্ড। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়েই ট্রফি নিজদের করে নেয় অজিরা। 

তবে প্রতিবেশীদের লড়াইয়ে বাগড়া দিতে পারে বৃষ্টি। জনপ্রিয় ক্রিকেট গণমাধ্যম ইএসপিএনক্রিকইনফোর তথ্যমতে, ম্যাচের সময় সিডিনিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা ৯০ শতাংশ। এমনটা হলে পয়েন্ট ভাগ করতে হতে পারে বিশ্বকাপের অন্যতম ফেভারিট দুই দলকে।

দিনের আরেক ম্যাচে কাল আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে ইংল্যান্ড। পার্থ স্টেডিয়ামের ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় বিকাল ৫ টায়।

এনইআর