বাংলাদেশের ম্যাচ বলে কথা। সিডনি ক্রিকেট গ্রাউন্ড বৃহস্পতিবার ছেয়ে গেল লাল-সবুজে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটি দেখার জন্য সিডনির নানা প্রান্ত থেকে ছুটে এসেছেন প্রবাসী দর্শকরা। প্রায় সবার গায়েই জাতীয় দলের জার্সি। সিডনি থেকে সেই উৎসব আমেজের ছবি পাঠিয়েছেন ক্রীড়া সম্পাদক আপন তারিক।

ট্রেনে চড়ে খেলা দেখতে চলে এসেছেন এক দল সমর্থক। সবার পরনে ছিল লাল সবুজের জার্সি, মাথায় ছিল ক্যাপ।

বর্ণিল সাজে বাংলাদেশের খেলা দেখতে এসেছেন সবাই। ফটোগ্রাফারদের সামনেও পোজ দিতে দেখা গেছে তাদের।

খেলা দেখতে সপরিবারে এসেছেন অনেকেই। এমনই এক দৃশ্য দেখা গেল আজ সিডনি ক্রিকেট গ্রাউন্ডে।

গায়ে জার্সি তো আছেই, মাথায় বাংলাদেশের পতাকার ব্যান্ডানা বেধে সিডনি ক্রিকেট মাঠে হাজির হয়েছেন অনেক প্রবাসী বাংলাদেশি। লক্ষ্য একটাই, বাংলাদেশের জয় দেখা। এখন সাকিব আল হাসানরা সে প্রত্যাশা পূরণ করতে পারলেই হয়!