এই ঘণ্টাখানেক আগেও সিডনির আকাশ হাসছিল প্রাণ খুলে। বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ম্যাচ শুরুর কিছুক্ষণ আগেই বাধল বিপত্তি। আকাশ হলো মেঘলা, মুষলধারে না হলেও হলো বৃষ্টি। যে কারণে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচটা পড়ে গেছে খানিকটা শঙ্কাতেও। 

এবারের বিশ্বকাপের গ্রুপ ২-এ বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে হারিয়েছে নেদারল্যান্ডসকে। যার ফলে বর্তমানে ২ পয়েন্ট নিয়ে অবস্থান করছে গ্রুপের শীর্ষে। ওদিকে দক্ষিণ আফ্রিকা একই দিনে পুড়েছে আশাভঙ্গের বেদনায়। জিম্বাবুয়ের বিপক্ষে যখন দলটি জয় থেকে ১৩ রান দূরে, তখনই বৃষ্টির বাগড়ায় বন্ধ হয়ে যায় খেলা। ম্যাচটা হয় পরিত্যক্ত, ১টি করে পয়েন্ট যায় দুই দলের খাতায়!

সেই দক্ষিণ আফ্রিকা আজ যখন মুখোমুখি বাংলাদেশের, সেই ম্যাচেও চোখরাঙানি দিচ্ছে বৃষ্টি। আগের দিন তো বটেই, আজ ম্যাচের দিনও সিডনির আকাশ ছিল পরিষ্কার। তবে খেলা শুরুর যখন আর ১ ঘণ্টা বাকি, তখনই শুরু বৃষ্টি। 

তবে সময়ের সাথে সাথে বৃষ্টির তোড় কমেছে। কিন্তু টসে যে দেরি হবে খানিকটা, তা নিয়ে কোনো সন্দেহ নেই।

খেলা শুরু হলেও সিডনির আকাশে থাকা মেঘ জানান দিচ্ছে, যে কোনো সময় ফিরতে পারে বৃষ্টি। সেক্ষেত্রে আজকের ম্যাচে আরও বৃষ্টির শঙ্কাটা থেকেই যাচ্ছে।

এনইউ