টস জিতে ডাচদের ফিল্ডিংয়ে পাঠাল ভারত
আগের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জিতে ভারত আছে বেশ সুবিধাজনক অবস্থানেই। এরপর দলটির প্রতিপক্ষ এবার নেদারল্যান্ডস।
ডাচদের বিপক্ষে টস জিতেছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। এরপর তিনি নিয়েছেন ব্যাট করার সিদ্ধান্ত।
বিজ্ঞাপন
নেদারল্যান্ডস একাদশ:
বিক্রমজিৎ সিং, ম্যাক্স ওডাউড, বাস ডি লিড, কলিন অ্যাকারম্যান, টম কুপার, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক, উইকেটরক্ষক), টিম প্রিঙ্গল, লোগান ফন বিক, শারিজ আহমেদ, ফ্রেড ক্ল্যাসেন, পল ফন মিকারেন
ভারত একাদশ:
কেএল রাহুল, রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, দিনেশ কার্তিক (উইকেটরক্ষক), অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামি, আরশদীপ সিং
এনইউ
বিজ্ঞাপন