ভারতকে ১৭৯ রানে বেঁধে রাখল নেদারল্যান্ডস
এই সিডনি ক্রিকেট গ্রাউন্ডেই দিনের প্রথম ম্যাচে বাংলাদেশ হজম করেছে ২০৫ রান। সেই মাঠে দিনের দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ভারতকে নিয়ন্ত্রণে রেখেছে নেদারল্যান্ডস। ২টির বেশি উইকেট তুলতে না পারলেও ভারতকে ১৭৯ রানের বেশি করতে দেয়নি ডাচরা।
টি-টোয়েন্টি বিশ্বকাপের নিজেদের দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে টস জিতে আগে ব্যাট করে বড় সংগ্রহ করেছে ভারত। দলটির হয়ে এদিন রোহিত শর্মা ভালো শুরু এনে দেন। তবে লোকেশ রাহুল ৯ রানে ফিরে গেলে চাপে পড়ে ভারত।
বিজ্ঞাপন
বিরাট কোহলিকে সঙ্গে নিয়ে সে চাপকেই এরপর জয় করেন রোহিত। তুলে নেন অর্ধশতকও। যদিও সে অর্ধশতকটা আরও বড় করতে পারেননি তিনি, ফিরে গেছেন ৫৩ রান করে।
রোহিতের বিদায়ের পর দলের দায়িত্ব নেন বিরাট কেহলি এবং সূর্যকুমার যাদব। দুজন মিলেই শুরু করেন ঝোড়ো ব্যাটিং। প্রথম ম্যাচের পর আজকের ম্যাচেও অর্ধশতকের দেখা পান কোহলি। শেষমেশ অপরাজিত থাকেন ৪৪ বলে ৬২ রান করে।
বিজ্ঞাপন
অন্য প্রান্তে সূর্যকুমার ছিলেন সবচেয়ে ভয়ঙ্কর রূপ নিয়ে। ৩ চার আর ২ ছক্কায় শেষ পর্যন্ত ২৫ বলে ৫১ করে অপরাজিত থাকেন এই ব্যাটার। তাতেই ভারত পায় ১৭৯ রানের পুঁজি।
এসএইচ/এনইউ