টি-টোয়েন্টি বিশ্বকাপে বৃষ্টির বাঁধা যেন থামছেই না। আজ শুক্রবার মেলবোর্নের দুটি ম্যাচই ভেসে গেছে বৃষ্টিতে। দিনের গুরুত্বপূর্ণ ম্যাচে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড উভয় দলকে সন্তুষ্ট থাকতে হয়েছে পয়েন্ট ভাগাভাগি করে। এ ম্যাচের আগে কোভিড আক্রান্ত হওয়ার কারণে একাদশে না খেলার সম্ভবনা বেশি ছিল ম্যাথু ওয়েডের। তবে অধিনায়ক এ্যারন ফিঞ্চ জানালেন করোনা নিয়েই খেলতেন ওয়েড।
 
ম্যাচ শেষে এ নিয়ে ফিঞ্চ বলেন, ‘সে (ওয়েড) আজ রাতে খেলতে যাচ্ছিল। গতকাল তার কিছু উপসর্গ ছিল কিন্তু সে ভালো ছিল।'

তুলনামূলক ছোট দল আয়ারল্যান্ড এবং আফগানিস্তানকে অবমূল্যায়ন করতে চান না অজি অধিনায়ক। তিনি বলেন, 'আপনাকে প্রথমে জেতার চেষ্টা করতে হবে। তারপর আপনি চেষ্টা করবেন নেট রান রেটের জন্য। আয়ারল্যান্ড এবং আফগানিস্তানকে অবমূল্যায়ন করার কোনো সুযোগ নেই। তাদের বিশ্বমানের কিছু খেলোয়াড় আছে। আপনি মাঝে মাঝে পরিস্থিতিকে ওভারপ্লে করতে পারেন এবং এটি আপনাকে কাজের জন্য মনোযোগ যোগায়।’

অস্ট্রেলিয়ায় গত কয়েক দিন ধরেই চলছে বৃষ্টি। ফিঞ্চের মতে বৃষ্টিতে মেলবোর্নের মাঠে সবচেয়ে বেশি ভিজেছে। তুমুল এই বৃষ্টিতে বিস্মিত অজি অধিনায়ক নিজেও। ফিঞ্চ বলেন, ‘গত কয়েক সপ্তাহ ধরে আউটফিল্ড ভিজেছে। তবে এই স্টেডিয়ামই আমি এখন পর্যন্ত সবচেয়ে ভেজা দেখলাম। রান-আপগুলি সত্যিই একটি সমস্যা হতো। কারণ ভিতরের বৃত্তের চারপাশে এটি খুব ভেজা ছিল। দলের প্রত্যেকে খেলার জন্য প্রস্তুত ছিল। খেলা না হওয়াটা হতাশাজনক। মেলবোর্নে যে পরিমাণ বৃষ্টি হয়েছে তা বিস্ময়কর।’

এসএইচ/এনইআর