যুব সমাজকে মাদক ও জুয়া থেকে দূরে রাখতে টাঙ্গাইলের গোপালপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ক্রিকেটখোর প্রিমিয়ার লিগ- ২০২১’। শুক্রবার (৫ মার্চ) সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত গোপালপুর সরকারি কলেজ মাঠে ক্রিকেটখোর টাঙ্গাইল কমিউনিটির আয়োজনে লিগটি অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টটির মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত রয়েছে দেশের জনপ্রিয় নিউজ পোর্টাল ঢাকা পোস্ট।

আয়োজক কমিটি জানিয়েছে, রেজিস্ট্রেশনের মাধ্যমে ৪৪ জন খেলোয়াড় চারটি দলে ভাগ হয়ে দিনব্যাপী এ টুর্নামেন্টে অংশ নেবে। দুইটি গ্রুপে ভাগ হয়ে খেলা হবে নক আউট কোয়ালিফায়ার পদ্ধতিতে। 

টুর্নামেন্টের প্রধান সমন্বয়ক ও ক্রিকেটখোর টাঙ্গাইল কমিউনিটির সাবেক এডমিন আতিক উল্লাহ জানান, ‘যুব সমাজের মাঝে সুস্থ সংস্কৃতির বিকাশ, মাদক-জুয়া থেকে যুব সমাজকে দূরে রাখার প্রয়াসে আমাদের এ আয়োজন। ক্রিকেটখোর টাঙ্গাইল কমিউনিটির সামাজিক কার্যক্রম জোরদার করা ও তৃণমূল ও স্থানীয় প্রতিভাবান কিশোর, যুবকদেরকে নিয়ে নিয়মিত ক্রিকেট খেলার ব্যবস্থা করার চেষ্টা থাকবে আমাদের।’

এছাড়াও টুর্নামেন্টের পুরস্কার প্রদান অনুষ্ঠানে মুক্তিযুদ্ধে অবদান রেখেছেন এমন ব্যক্তিদের সম্মাননা দেওয়া হবে বলে জানিয়েছে আয়োজক কমিটি।

এমএইচ/এটি