রাজস্থান রয়্যালস

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল রাজস্থান রয়্যালসের সঙ্গে এবার যুক্ত হয়েছে বাংলাদেশেরও নাম। কারণ এই দলটি নিলামে এক কোটি রুপিতে কিনে নিয়েছে বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে। আইপিএলের ১৪তম আসরকে সামনে রেখে নিলাম থেকে দ্য ফিজকে দলে নিয়েছে রাজস্থান।

সন্দেহ নেই এবার বাংলাদেশি সমর্থকদের বড় একটি অংশের সমর্থন পাবে তারা। শুধু সমর্থন নিয়েই বসে থাকতে চায় না তারা। বাংলাদেশ ক্রিকেটের উন্নয়ন ও ক্রিকেটার তৈরিতে হাত বাড়িয়ে দিতে চায় আইপিএলের দলটি। এজন্য এখানে একটি একাডেমি করার ভাবনা আছে তাদের।

৪ মার্চ, বৃহস্পতিবার মিরপুরে রাজস্থান রয়্যালসের চেয়ারম্যান রঞ্জিত বালঠাকুর বলেন, ‘বাংলাদেশে আমরা একটি একাডেমি করতে চাই। যার নাম হবে রয়্যাল একাডেমি। যদিও এটি এখনো আমাদের ভাবনার মধ্যে সীমাবদ্ধ।’

বালঠাকুর আরও বলেন, ‘এখানে এসেছি স্টেডিয়ামটি দেখতে যে আমরা কীভাবে বাংলাদেশ জেলা এবং উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর মধ্যে সমন্বয় করতে পারি এবং কিভাবে আমরা বিনিময় প্রোগ্রামগুলো করতে পারি সেটা দেখতে।’

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে মিরপুর স্টেডিয়াম পরিদর্শনে আসে রাজস্থান রয়্যালসের প্রতিনিধি দলটি। শুরুতে তারা মূল মাঠ পরিদর্শন শেষে একাডেমি মাঠটিও ঘুরে দেখেন। এদিন তাদের সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গ্রাউন্ডস কমিটির ম্যানেজার সৈয়দ আব্দুল বাতেন, বিসিবির উইমেন্স উইংয়ের ইনচার্জ তৌহিদ মাহমুদ, কিউরেটর গামিনি ডি সিলভা সহ বেশ কয়েকজন কর্মকর্তা।

টিআইএস/এটি/এমএইচ