নিজের গুণ দিয়ে শত্রুর মোকাবিলা করতে চান বিজয়
বয়সভিত্তিক দলের পাশাপাশি ঘরোয়া ক্রিকেটে আলো ছড়িয়ে বাংলাদেশ দলের জার্সি গায়ে চাপান এনামুল হক বিজয়। তবে জাতীয় দলের জার্সি গায়ে নিয়মিত হতে পারেননি তিনি। ২০১৫ বিশ্বকাপের পর জাতীয় দলে অনিয়মিত হয়ে পড়েছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। আবার শক্তভাবে ফিরতে চান বাংলাদেশ দলে। নিজের যে গুণ আছে, তা দিয়ে শত্রুর মোকাবিলা করতে চান তিনি।
বিজয়ের আন্তর্জাতিক ক্যারিয়ার দুই ভাগে ভাগ করা যায়, ২০১৫ ওয়ানডে বিশ্বকাপের আগে ও পরে। ছন্দে থাকা বিজয় বিশ্বকাপের চলাকালীন চোটে পড়ে ছিটক যান, এরপর ফেরার লড়াইয়ে খুব বেশি সুবিধা করতে পারেননি তিনি।
বিজ্ঞাপন
২০১২ সালে আন্তর্জাতিক ক্যাপ পাওয়া বিজয় ২০১৫ বিশ্বকাপের আগে ৩ ফরম্যাট মিলিয়ে যেখানে ৪৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন, সেখানে বিশ্বকাপের পর ছয় বছরে ম্যাচ পেয়েছেন মোটে ১০টি। আধুনিক ক্রিকেটে তার টেকনিক নিয়েও প্রশ্ন আছে। তবে সেটিকে বড় করে দেখতে রাজি নন বিজয়।
বৃহস্পতিবার মিরপুরে বিজয় বলেন, ‘স্টিভ ওয়াহ একটা পুল শটস না খেলে ১০ হাজার রান করেছে টেস্ট ক্রিকেটে, হাশিম আমলা পুল খেলে না, রান করেছে ১০-১৫ হাজার। তো অনেকের অনেক শট থাকে না কিন্তু পারফর্ম করতে পারে। আবার অনেকের শটস থাকে কিন্তু অনেক রান করতে পারে না। আমি চেষ্টা করবো আমার মধ্যে যে গুণ আছে, সেটা দিয়েই শত্রুর মোকাবেলা করার।’
বিজ্ঞাপন
বিজয় আরও বলেন, ‘আমি যখন ছোট ছিলাম তখন টেকনিক ভালো হলে এখন টেকনিক কেন খারাপ হয়ে যাবে? টেকনিক ঠিকই থাকে, মাইন্ডের এদিক সেদিক হয়। আপনার যদি মাইন্ড শক্ত থাকে আপনি কম স্কিল দিয়েও অনেক বড় তারকা হতে পারবেন। আপনার অনেক শট আছে তবে আপনার মাইন্ড দুর্বল, ফোকাস রাখতে পারছেন না তখন আপনি নিজেকে প্রকাশ করতে পারবেন না। এগুলোকে মানিয়ে নিতে হয়। যে কোনটা আমি পারি আর কোনটা আমি পারি না।’
টিআইএস/এমএইচ