সেমিফাইনালের দৌড়ে টিকে থাকার লড়াইয়ে মঙ্গলবার নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছ ইংল্যান্ড। ব্রিসবেন ক্রিকেট গ্রাউন্ডের ম্যাচে কিউইদের ২০ রানে হারিয়েছে জস বাটলারের দল।

টস জিতে ব্যাটিংয়ে নেমে ওপেনিংয়েই বাজিমাত করেছে ইংল্যান্ড। জস বাটলার ও অ্যালেক্স হেলসের ৮১ রানের জুটিতে উড়ন্ত শুরু পায় ইংলিশরা।

পঞ্চম ওভারের তৃতীয় বলে বাটলারের একটি বিতর্কিত ক্যাচ নেন কেন উইলিয়ামসন। আম্পায়ার রিভিউয়ের পর সেটিকে বাতিল ঘোষনা করেন থার্ড আম্পায়ার।

হেলসকে ৫২ রানে ফিরিয়ে ব্ল্যাকক্যাপসদের প্রথম সাফল্য এনে মিচেল স্যান্টনার।  স্যান্টনারের কিছুটা ওয়াইড বল খেলতে গিয়ে স্ট্যাম্পিং হন ইংলিশ ওপেনার। 

সঙ্গী ফিরলেও রানের চাকাটা একাই ঘুরিয়েছেন বাটলার। দুর্দান্ত ব্যাটিংয়ে গড়েছেন বেশকিছু রেকর্ডও। ৪৭ বলে ৭৩ রান করে রান আউট হন ইংলিশ অধিনায়ক।

শেষদিকে রানের গতি ধরে রাখতে পারেনি ইংল্যান্ড। ভালো শুরু পেয়েও কাজে লাগাতে পারেননি লিয়াম লিভিংস্টোন। ১৪ বলে ২০ রান করে ফার্গুসনের বলে বোল্ড হয়েছেন।

১৮০ রানের লক্ষ্য তাড়ায় শুরুতেই এলোমেলো ক্রিকেট খেলেছে কিউইরা। দলীয় ৮ রানে ক্রিস ওকসের বলে ক্যাচ হয়ে ফেরেন কনওয়ে। 

দুই ওপেনারের বিদায়ের পর মারকুটে ক্রিকেট খেলে নিউজিল্যান্ডকে ম্যাচে ফেরান গ্লেন ফিলিপস ও কেন উইলিয়ামসন। উইলিয়ামসনকে বিদায় করে সে জুটি ভাঙেন বেন স্টোকস। 

সীমানায় ফিলিপসের ক্যাচ নিয়ে দলের জয়টা প্রায় নিশ্চিত করে ফেলেন স্যাম কারান। এমন মুহূর্ত তো উদযাপনের দাবি রাখেই।

শেষ ওভারে জিততে কিউইদের দরকার ছিল ২৬ রান। কিন্তু সে ওভারে পাঁচ রানের বেশি দেননি স্যাম কারান। ২০ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে ইংলিশরা।

এনইআর