সুপার টুয়েলভের গুরুত্বপূর্ণ ম্যাচে বুধবার ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। অ্যাডিলেড ওভালের ম্যাচে বাংলাদেশকে ৫ রানে হারিয়েছে ভারত।

টস জিতে বোলিংয়ে নেমে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। দলীয় ১১ রানে ভারতের অধিনায়ক রোহিত শর্মাকে সাজঘরে ফেরান হাসান মাহমুদ। 

গত তিন ম্যাচের মতো এই ম্যাচেও দুর্দান্ত শুরু করেন তাসকিন। কোনো উইকেট না পেলেও করেছেন বেশ কিপটে বোলিং। তার নিয়ন্ত্রিত বোলিংয়েই পাওয়ারপ্লেতে ৩৭ রানের বেশি করতে পারেনি ভারত।

মিডল ওভারে আগ্রাসী ব্যাটিং করেছেন লোকেশ রাহুল ও বিরাট কোহলি। দুজনের ৬৭ রানের জুটিতে বড় সংগ্রহের ভিতটা পেয়ে যায় ভারত।

ভারতের ইনিংসের মাঝপথে একটি নো বল নিয়ে হালকা খুনসুটি চলে বিরাট কোহলি ও সাকিব আল হাসানের। শেষ পর্যন্ত সিদ্ধান্তটা অবশ্য বিরাটের পক্ষেই গিয়েছিল।

রাহুলকে ফিরিয়ে রানের গতিটা একটু নিয়ন্ত্রণ করেন সাকিব। মুস্তাফিজের বলে ক্যাচ দিয়ে ফেরার আগে ৩২ বলে ৫০ রান করেন রাহুল।

স্লগ ওভারে বেশকিছু উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে ভারত। কিন্তু কোহলির বুদ্ধিদীপ্ত ব্যাটিংয়ে ঠিকই ১৮৪ রানের বড় লক্ষ্য পেয়ে যায় দলটি। 

বড় লক্ষ্যতাড়ায় ঝলমলে ব্যাটিং করেছেন লিটন দাস। ২৭ বলে তার ৬০ রানের ইনিংসে এক পর্যায়ে লড়াইয়ে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ।

বৃষ্টির বাগড়ায় খেলা বন্ধ ছিল অনেকক্ষণ। আম্পায়াররা সিদ্ধান্ত নেন ১৬ ওভারে ম্যাচ শেষ করার। তাতে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ১৫১।

বৃষ্টির পর খেলা শুরু হতেই প্রথম ওভারে ধাক্কা খায় বাংলাদেশ। তারকা ব্যাটারকে দুর্দান্ত এক রান আউটে ফেরান লোকেশ রাহুল।

এরপর আর ম্যাচে ফিরতে পারেনি বাংলাদেশ। একের পর এক উইকেট হারিয়ে দিশেহারা হয়েছে সাকিব আল হাসানের দল। 

শেষদিকে নুরুল হাসান সোহান ব্যাপক চেষ্টা করলেও জয়ের বন্দরে নিয়ে যেতে পারেননি দলকে। বাংলাদেশের ইনিংস শেষ হয় ১৪৬ রানে। 

এনইআর