ছবিতে ছবিতে পাকিস্তানের জয়
টুর্নামেন্টে টিকে থাকতে জয়ের বিকল্প ছিল না পাকিস্তানের। দক্ষিণ আফ্রিকাকে ৩৩ রানে হারিয়ে সেমির আশা এখনো টিকিয়ে রেখেছে বাবর আজমের দল।
বিজ্ঞাপন
টসে জিতে প্রথমে ব্যাটিং নেয় পাকিস্তান। দলীয় ৪৩ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি। পরে শাদাব খানের ব্যাটিংয়ে বিপর্যয় কাটিয়ে উঠে তারা। প্রোটিয়া বোলারদের ভেলিভারি একের পর এক সীমানার বাইরে পাঠান ইফতিখার আহমেদ ও শাদাব খান। চারটি ছয় আর তিনটি চারের সাহায্যে ২২ বলে ৫২ রান করে ফেরেন শাদাব। অর্ধশতক হাঁকান ইফতেখারও। ব্যক্তিগত ইনিংসে ৩৫ বলে ৫১ রান করেন এই মিডল অর্ডার ব্যাটার। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে বাবর আজমের দলের সংগ্রহ দাঁড়ায় ১৮৫ রান।
বিজ্ঞাপন
দক্ষিণ আফ্রিকার শুরুটা ছিল পাকিস্তানের ঠিক বিপরীত। প্রথমে ঝড়ো শুরু করে প্রোটিয়ারা। পরবর্তীতে দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়ে। টুর্নামেন্টের অন্য ম্যাচের মতো এই ম্যাচেও ছিল বৃষ্টির বাগড়া। পুনরায় খেলা শুরু হওয়ার পর দক্ষিণ আফ্রিকার লক্ষ্য দাঁড়ায় ৫ ওভারে ৭৩ রান। এই রান করতে ব্যর্থ হয় টেম্বা বাভুমার দল।
আগামী ৬ নভেম্বর টুর্নামেন্টে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে লড়বে পাকিস্তান। এই ম্যাচ খেলতে সিডনি থেকে অ্যাডিলেড যাবে দলটি। দক্ষিণ আফ্রিকার শেষ ম্যাচের প্রতিপক্ষ নেদারল্যান্ডস।
এজেড/কেএ