টি-টোয়েন্টি বিশ্বকাপে গতকাল অ্যাডিলেড ম্যাচে ভারতের বিপক্ষে ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছেন লিটন দাস। ঠিক একই সময়ে ক্রিজে থাকা লিটনের সঙ্গী নাজমুল হোসেন শান্ত ছিলেন বিবর্ণ। আউট হওয়ার আগে এ ব্যাটার ২৫ বল খেলে করেন ২১ রান। পাকিস্তান ম্যাচের আগে শান্তকে নিয়ে নিজের ভাবনার কথা জানিয়েছেন সাবেক পাকিস্তানি অধিনায়ক মিসবাহ উল হক।

লিটনের সঙ্গে শান্ত একটু দ্রুত গতিতে রান তুলতে পারলে পরিস্থিতি ভিন্ন হতে পারতো বলে মনে করেন মিসবাহ। এক আড্ডায় মিসবাহ বলেন, আজ শুধু একজন রান করেছে। ম্যাচের এতো কাছে চলে গিয়েছিল তারা। অন্য দিক থেকে কেউ তাকে সঙ্গ দিতে পারেনি। বিশেষ করে শান্ত গত ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হয়েছিল। সে এই ম্যাচে ২৫ বলে ২১ রান করেছে। সে যদি একটু অবদান রাখতে পারত, লিটন দাসের চাপ কমাতে পারত, তাহলে পরিস্থিতি ভিন্ন হতো।

বিশ্বকাপে এসে ব্যাট হাতে ভালো করতে পারছেন না সাকিব আল হাসান দলের জন্য এটি বড় চিন্তার কারণ বলেও মনে করছেন মিসবাহ। একইসঙ্গে টুর্নামেন্টে বাংলাদেশ দলের ব্যাটাররা ফর্মে নেই সেটাও মনে করালেন সাবেক পাকিস্তানি এই প্রধান কোচ, ৯ ওভারে ৮৫ রান দরকার ছিল। হাতে আপনার ১০ উইকেট। এই টুর্নামেন্টজুড়ে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তাদের ব্যাটাররা ফর্মে নেই। আগের ম্যাচে শুধু শান্ত ৭০ রানের উপরে রান করেছে। অন্য দিক থেকে কেউই রান করতে পারেনি। ব্যাট হাতে সাকিবের যে ফর্ম এটা তাদের চিন্তার বড় কারণ। 

এসএইচ/এজেড