টি-টোয়েন্টি বিশ্বকাপের অঘোষিত কোয়ার্টার ফাইনালে বুধবার পাকিস্তানের কাছে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ দল। আর এই হারের ফলে আরও একবার বিশ্বকাপের সুপার টুয়েলভেই শেষ হলো বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা। বর্তমানে দলের অধিনায়ক সাকিব আল হাসানের বয়স ৩৫ বছর। পরবর্তী বিশ্বকাপ খেললে তখন সাকিবের বয়স হবে ৩৭, সেক্ষত্রে সাকিবকে ২০২৪ সালের বিশ্বকাপে দেখা যাবে কিনা, সে প্রশ্ন রয়েছে অনেকের মনে।

তবে নিজের খেলা কিংবা না খেলার প্রসঙ্গে সাকিব উত্তর দিয়েছেন খুবই সাবলীল, স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন নিজের ভাবনা চিন্তা। এ প্রসঙ্গে সাকিব বলেন, 'আমার নিজের পারফরম্যান্স নিয়ে বললে, আমি আরও ভাল করতে পারতাম। যতক্ষণ আমি ফিট এবং পারফর্ম করছি, আমি খেলতে চাই।'

শুধু নিজের ব্যাপারেই নয় দলকে নিয়েও জানিয়েছেন নিজের পর্যবেক্ষণ, 'যা সামর্থ্য ছিল সেটা অনুযায়ী সেরা পারফর্ম্যান্স এটা। নতুন ছেলেরা দলে এসেছে। এছাড়াও আরও অনেক পরিবর্তন এসেছে। যার ফলে আমাদের যা সামর্থ্য ছিল, তাতে সর্বোচ্চ এটাই অর্জন করতে পারতাম আমরা।’

বিশ্বকাপ জুড়ে অধিনায়ক সাকিব নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। ব্যাট হাতে ছিলেন একেবারেই ছন্দহীন। ৫ ম্যাচ খেলে করেছেন মোটে ৪৪ রান। তবে বল হাতে কিছুটা সাফল্য পেয়েছেন যদিও। ৫ ম্যাচে ৬ উইকেট নিয়েছেন তারকা এ অলরাউন্ডার। 

এসএইচ/এনইআর