ইংলিশ শিবিরে শুরুতেই আফ্রিদির আঘাত
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে রোববার পাকিস্তানের দেওয়া ১৩৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খেয়েছে ইংল্যান্ড। ইংলিশ শিবিরে প্রথম আঘাত হেনেছেন পাক পেসার শাহীন আফ্রিদি। ইংলিশ ওপেনার এ্যালেক্স হেলসকে ১ রানে বোল্ড করেন এই তারকা পেসার।
তবে হেলসকে হারানোর পরেও চাপ সামলে নিয়েছেন ইংলিশ অধিনায়ক জস বাটলার। বিশ্বংসী এ ব্যাটার মোহাম্মদ নাসিমের পরের ওভারে নিয়েছেন ১৪ রান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তিন ওভার শেষে ইংল্যান্ডের সংগ্রহ ২৮ রান ১ উইকেট। বাটলার ব্যাট করছেন ব্যক্তিগত ২০ রানে । উইকেটের ওপর প্রান্তে ফিলিপ সল্ট অপরাজিত আছেন ৫ রানে।
বিজ্ঞাপন
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভাল হয় নি পাকিস্তানের। দলের দুই ওপেনার বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ানরা দলকে শুভসূচনা এনে দিতে পারেননি। পাকিস্তানের পরের ব্যাটাররাও পারেননি। দারুণ শুরুর পর শেষেও ইংলিশরা দারুণভাবে নিয়ন্ত্রণ করেছে ২০০৯ সালের চ্যাম্পিয়নদের। যার ফলে মাত্র ১৩৭ রানেই আটকে গেছে বাবরদের ইনিংস।
এসএইচ/এনইআর
বিজ্ঞাপন