৮ ওভারে ইংল্যান্ডের চাই ৫৬ রান
মেলবোর্নের ফাইনালে রোববার ইংল্যান্ডকে ১৩৮ রানের লক্ষ্য দিয়েছে পাকিস্তান। কিন্তু ছোট লক্ষ্য তাড়ায় শুরুতে পাকিস্তানি পেসারদের তোপের সামনে পড়ে ইংলিশরা। দলীয় ৭ রানে অ্যালেক্স হেলসকে ফেরান পাকিস্তানের পেসার শাহীন আফ্রিদি।
হেলসকে হারানোর পরেও চাপ সামলে নিচ্ছিলেন ইংলিশ অধিনায়ক জস বাটলার। বিশ্বংসী এ ব্যাটার মোহাম্মদ নাসিমের পরের ওভারে নিয়েছেন ১৪ রান। চতুর্থ ওভারে বোলিংয়ে এসে ইংলিশদের আবারও চাপে ফেলেন হারিস রউফ।
বিজ্ঞাপন
ব্যক্তিগত ১০ রানে সল্টকে ফেরান তিনি। পরের ওভারেই জস বাটলারকেও ফেরান ডানহাতি এ পেসার। এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৭ ওভারে ৫৪ রান। ৬ বলে ৭ রান করে অপরাজিত আছেন ব্রুকস আর স্টোকসের সংগ্রহ ৩ রান।
কিন্তু সেখান থেকে আবারও ঘুরে দাঁড়িয়েছেন ইংলিশ ব্যাটাররা। হ্যারি ব্রুক ও বেন স্টোকসের দায়িত্বশীল ব্যাটিংয়ে ধীরে ধীরে জয়ের পথে আগাচ্ছে জস বাটলারের দল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ ৮২ রান। জয়ের জন্য ইংলিশদের প্রয়োজন ৫৬ রান, হাতে আছে ৭ উইকেট।
বিজ্ঞাপন
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভাল হয় নি পাকিস্তানের। দলের দুই ওপেনার বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ানরা দলকে শুভসূচনা এনে দিতে পারেননি। পাকিস্তানের পরের ব্যাটাররাও পারেননি। দারুণ শুরুর পর শেষেও ইংলিশরা দারুণভাবে নিয়ন্ত্রণ করেছে ২০০৯ সালের চ্যাম্পিয়নদের। যার ফলে মাত্র ১৩৭ রানেই আটকে গেছে বাবরদের ইনিংস।