বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল/ছবি: বিসিবি

করোনা মহামারিকালে দ্য নিউ নরমালের সঙ্গে মানিয়ে নিতে বেশ বেগ পেতে হচ্ছে দলগুলোকে। এর মধ্যেই প্রথম বিদেশ সফর বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের। আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে সিরিজ খেলতে চলতি মাসের ১০ তারিখ দেশ ছাড়ার কথা ছিল টাইগার যুবাদের। তবে করোনার কারণে নির্দিষ্ট সময়ে ভারত যেতে পারছে না তারা। অন্তত ৫ দিন পিছিয়ে যাচ্ছে এই সফর।

রোববার বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেম ডেভলপমেন্টের ম্যানেজার আবু ইনাম মোহাম্মদ কায়সার। তিনি বলেন, ‘আপনারা জানেন আফগানিস্তানের বিপক্ষে ৫টি ওয়ানডে ও ১টি চার দিনের ম্যাচ খেলতে আগামী ১০ মার্চ আমাদের ভারত সফরে যাওয়ার কথা ছিল। সিরিজটি ভারতে হলেও এটি আফগানিস্তানের হোম সিরিজ। করোনার জন্য যাবতীয় নিয়ম মেনেই ভারতের নয়ডায় যেতে হচ্ছে আমাদের। এজন্য সূচিতে কিছুটা পরিবর্তন এসেছে। আমরা ১০ মার্চ যাচ্ছি না। সেখানে যাওয়া কিছুদিন পিছিয়ে যাচ্ছে। এখনো চূড়ান্ত না হলেও সম্ভাব্য তারিখ হিসেবে ১৫ মার্চ আমরা ভারতে যাচ্ছি।’

২০২২ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের প্রস্তুত করার মিশন শুরু করে দিয়েছে বাংলাদেশের যুবারা। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি), সিলেটের পর বর্তমানে মিরপুরে চলছে নতুন অনূর্ধ্ব-১৯ দলের অনুশীলন ক্যাম্প। মিরপুরে চলমান ক্যাম্প শেষে আফগানিস্তানের বিপক্ষে এই সিরিজ খেলতে যাবে অনূর্ধ্ব-১৯ দল। যেখানে আফগান যুবাদের সঙ্গে ৫টি ওয়ানডে ও ১টি চার দিনের খেলবে তারা।

গত বছরের ফেব্রুয়ারিতে দেশের ক্রিকেট ও ক্রীড়া ইতিহাসের প্রথম বিশ্বকাপ এনে দিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। দীর্ঘদিন ধরে একসঙ্গে অনুশীলনের কারণে দলটি শক্তিশালী হয়ে ওঠে। এবার সেই অর্জন ধরের রাখার চ্যালেঞ্জ নতুন দলটির সামনে। নতুন দল গঠনের পর নিয়মিত অনুশীলন চললেও এতদিন বিদেশি দলের সঙ্গে ম্যাচ খেলার সুযোগ হয়নি তাদের। এবার সে সুযোগের পাশাপাশি ম্যাচের স্বাদ নিতে প্রথমবার বিদেশ সফরে যাচ্ছে জুনিয়র টাইগাররা।

টিআইএস/এটি