ভারতের দেওয়া রেকর্ড ৪১০ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ। এখন পর্যন্ত দশম ওভার শেষে টাইগারদের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ৫৭ রান। তবে দুই ওপেনার লিটন দাস এবং এনামুল হক বিজয়কে হারিয়ে চাপে রয়েছে বাংলাদেশ। শুরুতে এক ছয়ে বড় রানের আভাস দিয়েও দর্শকদের হতাশ করে বিজয় ফিরেছেন ৮ রানে।

এরপর অবশ্য সাকিব আল হাসানকে সঙ্গে নিয়ে ভালোই এগোনোর আভাস দেন লিটন। তবে আবারও বড় ইনিংস খেলতে ব্যর্থ হলেন ভারপ্রাপ্ত অধিনায়ক। মোহাম্মদ সিরাজের বলে শার্দুল ঠাকুরের কাছে ক্যাচ দিয়ে ২৬ বলে ব্যক্তিগত ২৯ রান করে ফিরে যান তারকা এই ওপেনার।

মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে লড়ে যাচ্ছেন সাকিব। সাকিব ১৬ রানে এবং মুশফিক ১২ রানে অপরাজিত রয়েছেন।

শনিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে সিরিজের শেষ ওয়ানডেতে বাংলাদেশকে ৪০৯ রানের টার্গেট দিয়েছে ভারত। ১৩১ বলে ২১০ রানের বিধ্বংসী ইনিংস খেলে সবটুকু আলো নিজের করে নিয়েছেন ইশান কিশান। বিরাট কোহলিও তুলে নিয়েছেন ওয়ানডে ক্যারিয়ারের ৪৪তম শতক।

অবশ্য প্রথম দুই ম্যাচ জিতে এই ম্যাচের আগেই ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ।

এসএইচ/এটি