বাংলাদেশকে সমীহ করছেন রাহুল
বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলতে ভারতীয় দল এখন চট্টগ্রামে। বুধবার সাগরিকার জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে গড়াবে সিরিজের প্রথম টেস্ট। পরিসংখ্যান বলছে ভারতের বিপক্ষে এখন পর্যন্ত বাংলাদেশ দল নয়টি টেস্ট ম্যাচ খেললেও পায়নি জয়ের দেখা, এমনকি ড্র করতেও পারেনি কোনো ম্যাচ। তবুও ভারতীয় অধিনায়ক লোকেশ রাহুল বাংলাদেশকে সমীহ করছেন। বলছেন আমরা সব প্রতিপক্ষকে একইভাবে দেখি, তারা যে-ই হোক না কেন।
সোমবার টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন অনুষ্ঠান শেষে সংবাদ সম্মেলনে আসেন ভারতের অধিনায়ক। সেখানে কথা বলার এক পর্যায়ে রাহুল বলেন, ‘আমরা সবসময় প্রতিপক্ষকে একইভাবে দেখি, তারা যে-ই হোক না কেন। এই পর্যায়ে দেশের সেরা ক্রিকেটাররা খেলে। যে বোলাররা আসবে, তারা চ্যালেঞ্জিং-ই হবে। আমরা ওয়ানডেতে বেশির ভাগ বোলারকেই খেলেছি, আমরা জানি তারা কেমন করে।’
বিজ্ঞাপন
রাহুল আরও যোগ করেন, ‘আপনি যেমন বলেছেন, তাদের কোয়ালিটি বোলার আছে। এটাই ক্রিকেটের সৌন্দর্য ও চ্যালেঞ্জ। প্রতিবার নতুন প্রতিপক্ষের বিপক্ষে, চ্যালেঞ্জে নিতে হবে সেরাদের বিপক্ষে। আমরা নিজেদের কাজটাতে নজর দেব, দেখা যাক কীভাবে হয়।’
এদিকে ভারতের নিয়মিত অধিনায়ক রোহিত শর্মার ইনজুরিতে দায়িত্ব পেয়েছেন লোকেশ রাহুল। রোহিত না থাকায় রাহুল বলছেন দল তাকে মিস করবে, দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় সে। রোহিতকে নিয়ে যেমনটা বলছিলেন রাহুল, ‘রোহিত আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ক্রিকেটার। সে অভিজ্ঞ ও দলের অধিনায়ক। যখন অধিনায়ক ইনজুরিতে পড়েন, দল তাকে মিস করবেই। আমরা আশা করি সে দ্বিতীয় টেস্টে ফিরবে।’
বিজ্ঞাপন
এসএইচ/এনইআর/এটি