বড় রানের আভাস দিয়ে লাঞ্চে গেল ভারত
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমেছে ভারত। ইতোমধ্যে প্রথম সেশনের খেলা শেষ হয়েছে। সেখানে এগিয়ে রয়েছে ভারত। দিনের প্রথম সেশনে একমাত্র ব্যাটার হিসেবে শ্রেয়াস আয়ারকে হারালেও রবিচন্দন অশ্বিন এবং কুলদ্বীপ যাদবের ব্যাটে বড় সংগ্রহের পথে এগোচ্ছে লোকেশ রাহুলের দল।
লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে ভারতের সংগ্রহ করেছে ৭ উইকেট হারিয়ে ৩৪৮ রান। প্রথম সেশনে ৭০ রান নিয়েছে ভারতীয় ব্যাটাররা। অশ্বিন ৪০ রানে এবং কুলদ্বীপ রয়েছেন ২১ রানে অপরাজিত।
বিজ্ঞাপন
এর আগে প্রথম সেশনে টাইগারদের হয়ে একমাত্র উইকেটটি নিয়েছেন পেসার এবাদত হোসেন। আগের দিন ৮২ রানে অপরাজিত থাকা শ্রেয়াস আয়ারকে দিনের শুরুতেই ফিরিয়ে দেন টাইগার পেসার। ৮৬ রানে থাকা অবস্থায় এবাদতের বলে বোল্ড হয়ে ফিরে যান মিডল অর্ডারের এই ব্যাটার।
এর আগে অবশ্য ৯৬তম ওভারে এই এবাদতের বলেই আয়ারের ক্যাচ ছেড়েছিলেন লিটন দাস। ৮৫ রানে থাকা অবস্থায় ফাইন লেগে ক্যাচ উঠলে আয়ারের সেই ক্যাচ নিতে ব্যর্থ হন লিটন। পরে অবশ্য ১ রান যোগ করতেই ফিরতে হলো আয়ারকে। গতকাল প্রথম দিন শেষে ২৭৮ রানে ৬ উইকেট হারিয়ে দিন শেষ করেছিল ভারতীয়রা।
বিজ্ঞাপন
এসএইচ/এনইআর