ভারতের বিপক্ষে বাংলাদেশের হয়ে ১০১তম টেস্ট ক্রিকেটার হিসেবে অভিষেক হয়েছিল জাকির হাসানের। নিজের সেই অভিষেক ম্যাচটা রাঙালেন সিলেটের এই ক্রিকেটার। চতুর্থ বাংলাদেশি হিসেবে অভিষেক টেস্টে তুলে নিয়েছেন শতক। শতরান করে অবশ্য খুশিই আছেন সিলেটের বাঁহাতি এই ওপেনার।

শনিবার চতুর্থ দিনের খেলা শেষে দলের হয়ে সংবাদ সম্মেলনে আসেন সেঞ্চুরি করা জাকির হাসান। জানালেন, ‘আলহামদুলিল্লাহ ভালো, সেঞ্চুরি করতে পেরে ভালো লাগছে।’

মূলত টেস্ট সিরিজ শুরুর আগে ভারত ‘এ’ দলের বিপক্ষে প্রথম টেস্টে জাকির খেলেছিলেন ১৭৩ রানের নান্দনিক ইনিংস। প্রস্তুতি ম্যাচের পর এবার আন্তর্জাতিক ম্যাচে প্রথম সেঞ্চুরি করে জাকির বলছেন ভারতের বিপক্ষে সেই প্রস্তুতি ম্যাচের ইনিংস বেশ কাজে লেগেছে।

যেমনটা বলছিলেন জাকির, ‘ভারতের বিপক্ষে ওই ইনিংসের জন্য তো কনফিডেন্স ছিলই মনের ভেতরে। প্রসেস অনুযায়ী খেলার চেষ্টা করেছি। ঐটাই ব্যক অব দ্য মাইন্ডে ছিল যে আমাকে ঔই প্রসেসটা ঠিক রেখে খেলতে হবে, সেটাই করেছি।’

আন্তর্জাতিক টেস্ট ক্যারিয়ারে এবারই প্রথমবারের মতো ব্যাট করেছেন জাকির। তবে মাথায় কোনো চাপ বা প্রেশার নিতে চাননি এই ওপেনার। এমনকি ভাবতেও চাননি যে এটা টেস্ট ম্যাচ, তাও আবার ভারতের বিপক্ষে। জাকির জানালেন, প্রথম শ্রেণির ক্রিকেটের মতই খেলেছেন ৯০ ঘরে থাকা অবস্থায়।

টাইগার এই ওপেনার বলছিলেন, ‘প্রথম শ্রেণির ক্রিকেটে যে মাইন্ডে খেলেছি এখানেও সেই একইভাবে খেলেছি। আমি চিন্তা করতে চাইনি অনেক বড় বা টেস্ট ম্যাচ। চেষ্টা করেছি যতটা যতটা সহজ থাকা যায়। ৯০ ঘরে থাকার সময় প্রথম শ্রেণির ক্রিকেটে যেমন মনোযোগ দিয়ে খেলি আজ সেভাবে রাখার চেষ্টা করেছি।’

এসএইচ/এনইআর