সাকিবের ব্যাটিংয়ে হতাশ সিডন্স
ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে প্রথম দিনেই অলআউট হয়েছে বাংলাদেশ। টস জিতে ব্যাটিংয়ে নেমে বৃহস্পতিবার ২২৭ রানে গুটিয়ে গেছে সাকিব আল হাসানের দল। ব্যাট হাতে অনেকের মতোই ব্যর্থ হয়েছেন অধিনায়ক সাকিবও। ক্রিজে থিতু হয়েও পারেননি ইনিংসে বড় করতে। উমেশ যাদবের বলে লং অফে ক্যাচ দিয়ে ফিরেছেন ১৬ রানে। দলের অভিজ্ঞ ক্রিকেটারের এমন পারফরম্যান্সে বেশ হতাশ টাইগার কোচ জেমি সিডন্স।
প্রথম দিন শেষে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসেন সিডন্স। জানালেন, সিনিয়রদের মানসিক ভ্রান্তিতে হতাশ। সাকিব ছাড়াও দলের অন্য ব্যাটারদের আউট হওয়ার ধরন নিয়ে বিরক্ত টাইগারদের ব্যাটিং ওস্তাদ।
বিজ্ঞাপন
এ প্রসঙ্গে সিডন্স বলেন, ‘সিনিয়র ক্রিকেটারদের এমন মানসিক ভ্রান্তি হতাশার। স্পিনার ও পেসারদের বিপক্ষে সাকিব এগিয়ে আসছিল, তাদের লেন্থ বদলে দিতে। বোলারদের লেন্থ নিয়ে সে চিন্তিত ছিল, তাই চাচ্ছিল বদলাতে। লাঞ্চের ঠিক পরে বোলাররাও বিবর্ণ হয়ে গিয়েছিল। যদি সে ক্রিজে থাকতো, তাহলে হয়তো কিছু বাজে বল পেতো। এটা ছিল তার সিদ্ধান্ত। কোচ হিসেবে আমার কাছে খেলোয়াড়দের এমন ভুল করাটা হতাশার।’
সিডন্স যোগ করেন, ‘এটা খুবই হতাশাজনক। আমরা কঠোর পরিশ্রম করছি। ওদের বলেছি যখন তুমি সেট হবে, থাকতে হবে। যখন শুরু পাবে, বড় রান নিশ্চিত করতে হবে। এটা (উইকেট) কিছুটা চট্টগ্রামের মতো, তিন-চারজন ছেলে ২০ এর ঘরে আউট হয়ে গেছে। বাকিরা ১৫ বা ১৬তে, কেবল একজন আমাদের কাজটা করেছে।’
বিজ্ঞাপন
মিরপুরের এই উইকেটে বাংলাদেশ দলের সহজেই ৩০০ রান করা উচিত ছিল বলে মনে করেন সিডন্স। তবে পেছনের সবকিছু বাদ দিয়ে দ্বিতীয় দিনে ভালো বোলিং করার তাগিদ দিয়ে এই ব্যাটিং কোচ বলেন, ‘আমাদের সহজেই ৩০০ রান করা উচিত ছিল। শেষদিকে ১৪ রানেই পাঁচ উইকেট হারিয়ে ফেলেছি। এই উইকেটগুলোতে আরও ৪০-৫০ রান ছিল, বিশেষত যখন তাদের তিনজনই ব্যাটার। আমরা ৭০ রানের মতো পিছিয়ে আছি। কাল আমাদের খুব ভালো বোলিং ও ফিল্ডিং করতে হবে। আশা করি দিনশেষে আমরা টিকে থাকবো।’
এসএইচ/এনইআর