দুই সপ্তাহ'র দুঃসহ অভিজ্ঞতা। যেন হাফ ছেড়ে বাঁচল বাংলাদেশ ক্রিকেট দল। এমন অভিজ্ঞতা এবারই প্রথম। কোয়ারেন্টাইন শেষে ক্রাইস্টচার্চ থেকে এবার নতুন ঠিকানায় তামিম ইকবাল-মুশফিকুর রহিমরা। বুধবার ক্রাইস্টচার্চ ছেড়ে অনিন্দ্য সুন্দর কুইন্সটাউনে পা রেখেছে দল। এমন আনন্দে উড়ছেন ক্রিকেটাররা। এবার আর হোটেল রুম ছেড়ে বেরোতে কোন বাধা নেই। 

নিউজিল্যান্ডের মুক্ত বাতাসে পা দিয়েই স্বস্তির নিঃশ্বাস তামিম ইকবালের। ওয়ানডে অধিনায়ক বুধবার বলছিলেন, ‘এখন ভালো দিক হচ্ছে আমরা বাইরে বের হয়েছি। পরিস্কার বাতাসে আছি। এখন গত দুই সপ্তাহর মতো না। যখন আমাদের একটু সময় দেওয়া হতো বের হওয়ার। এখন সব ভালো।’

তবে তার আগে পাড়ি দিতে হয়েছে কঠিন পথ। তামিম জানাচ্ছিলেন, ‘আমরা এখন হয়তো ৪৫ দিনের সফর করছি। সব স্বাভাবিক থাকলে হয়তো আমরা ২০ থেকে ২২ দিনে বাড়ি ফিরে যেতাম। এখন ১৪ দিন আইসোলেশন করতে হচ্ছে। কিন্তু এখন তো সব অন্যরকম। কিন্তু আপনাকে প্রত্যেকটি দেশের নিয়মকে সম্মান জানাতে হবে।’

বাংলাদেশ নিয়ম মেনেই সব করেছে। ১১ মার্চ থেকে কুইন্সটাউনেই চলবে মুশফিকুর রহিম ও তামিম ইকবালদের অনুশীলন।  চলবে ৫ দিনের ক্যাম্প। ২০ মার্চ নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু। নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজের পরের দুই ওয়ানডে ২৩ ও ২৬ মার্চ। আগামী ২৮ মার্চ টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। সিরিজের শেষ দুটি টি-টুয়েন্টি ৩০ মার্চ ও ১ এপ্রিল।

সেই মিশনের আগে কোয়ারেন্টাইন থেকে মুক্তি পেয়ে খুশি তামিম, ‘দারুণ অনুভূতি। এটা আমাদের জন্য নতুন অভিজ্ঞতা। আমরা জৈব সুরক্ষা বলয়ে ছিলাম। কিন্তু এমন একদম আইসোলেশনে ছিলাম না। সত্যি কথা বলতে এখানে যারা ছিলেন, তাঁরা আমাদের খুবই ভালো দেখাশোনা করেছে। নিউজিল্যান্ড ক্রিকেট সেভাবে সব দেখাশোনা করেছে, আমরা শুধু ধন্যবাদ দিতে পারি। এটা সহজ না। কিন্তু ওরা যতটা সহজ করা যায় সেটা করেছে।’

খুশি দলের আরেক ক্রিকেটার সৌম্য সরকারও। তিনি ক্রাইস্টচার্চ থেকে কুইন্সল্যান্ডের উড়াল দেওয়ার আগে ফেসবুকে নিজের অফিসিয়াল পেজে সেটা জানান দিলেন। সতীর্থ মুস্তাফিজুর রহমান, আল আমিন হোসেন ও রুবেল হোসেনকে পাশে নিয়ে একটি ছবি পোষ্ট করে ক্যাপশনে লিখলেন, ‘১৪ দিনের কোয়ারেন্টাইন শেষ। এখন ক্রিকেট আর মুক্ত বাতাসের প্রতীক্ষায়। আপনাদের শুভ কামনায় রাখুন আমাদের।’

এটি/এনইউ