নবম বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসরের দিনক্ষণ চূড়ান্ত ছিল আগেই। শুরু হতে যাচ্ছে আগামী ৬ জানুয়ারি থেকেই। আজ রোববার থেকেই অনুশীলনের তোড়জোড় শুরু হয়ে গেছে বিপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর। অনুশীলনের প্রথম দিনেই রংপুর রাইডার্স তাদের অধিনায়কের নাম প্রকাশ করেছে। দায়িত্বটা বর্তেছে টাইগার উইকেটকিপার ব্যাটার নুরুল হাসান সোহানের কাছেই।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রোববার এক পোস্টের মাধ্যমে রংপুর ফ্র্যাঞ্চাইজি লিখেছে, ‘রংপুর রাইডার্সের ক্যাপ্টেন নির্বাচিত হলেন নুরুল হাসান সোহান!’

এর আগে একের পর এক পাকিস্তানি ক্রিকেটারকে দলে ভিড়িয়ে চমক দিয়েছিল এক বারের শিরোপাজয়ী এই দলটি। সেই তালিকায় ছিল পাকিস্তানি তারকা ক্রিকেটার শোয়েব মালিক, তারকা পেসার হারিস রউফ কিংবা মোহাম্মদ নওয়াজের মতো তারকা অলরাউন্ডার।

এছাড়া বিদেশি কোটায় আরও আছেন সিকান্দার রাজা, আজমাতুল্লাহ ওমরজাইয়ের মতো ক্রিকেটাররা। আসছে বিপিএলে তাদের অধিনায়কের দায়িত্বটাই পালন করবেন সোহান।

একনজরে রংপুর রাইডার্স স্কোয়াড
সরাসরি চুক্তিতে: নুরুল হাসান সোহান, শোয়েব মালিক (পাকিস্তান), পাথুম নিশাঙ্কা (শ্রীলঙ্কা), হারিস রউফ (পাকিস্তান), মোহাম্মদ নওয়াজ (পাকিস্তান), জেফ্রি ভ্যান্ডার্সি (শ্রীলঙ্কা), সিকান্দার রাজা (জিম্বাবুয়ে)।
ড্রাফট থেকে দেশি: শেখ মেহেদী হাসান, হাসান মাহমুদ, নাঈম শেখ, রাকিবুল হাসান, শামীম পাটোয়ারি, রিপন মণ্ডল, রনি তালুকদার, পারভেজ হোসেন ইমন, রবিউল হক, আলাউদ্দিন বাবু।
ড্রাফট থেকে বিদেশি: আজমাতুল্লাহ ওমরজাই (আফগানিস্তান), অ্যারন জোন্স (যুক্তরাষ্ট্র)।

এসএইচ/এনইউ/এটি