‘নিজেদের মাঠে অনুশীলন অনেক বড় সুযোগ’
নতুন বছরের প্রথম দিন থেকেই শুরু হয়ে গেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দামামা। রোববার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের একাডেমী মাঠে অনুশীলন করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। অন্যদিকে নিজেদের মাঠ বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে অনুশীলন করেছে রংপুর রাইডার্স।
বিপিএল ইতিহাসের প্রথম দল হিসেবে নিজেদের হোম গ্রাউন্ডে অনুশীলন করার কৃতিত্ব গড়ল রংপুর। এ কারণে খুশি রংপুর রাইডার্সের ক্রিকেটাররা। দলটির অধিনায়ক নুরুল হাসান সোহানও খুশি গুরুদায়িত্ব পেয়ে। প্রথমদিনের অনুশীলন শেষে গণমাধ্যমে কথা বলেছেন রংপুর অধিনায়ক।
বিজ্ঞাপন
সোহান বলেন, ‘অধিনায়ক হতে পেরে অবশ্যই ভালো লাগছে কিন্তু আমার কাছে মনে হয় দল হিসেবে ভালো করা গুরুত্বপূর্ণ। সবাই অনুশীলন করার সুযোগ পেয়েছি। এটা যেহেতু নিজেদের মাঠ, সবাই অনেক রোমাঞ্চিত।’
সোহান আরও বলেন, ‘আমরা অনেক বেশি রোমাঞ্চিত। কারণ আমরা যখন বিপিএলের সময় অনুশীলন করি। একটা স্লট থাকে দুই-তিন ঘণ্টার। এর বেশি চাইলেও অনেকে করতে পারে না। নিজেদের গ্রাউন্ড হওয়ায় সকাল থেকে শুরু করছি, কোনো টাইম লিমিটেশন নেই। যে যার প্রস্তুতি নিতে পারছে। এটা আমাদের জন্য অনেক বড় সুযোগ।’
বিজ্ঞাপন
বিপিএলে ভালো কিছু করার প্রত্যয়ও ছিল তার কণ্ঠে, ‘টুর্নামেন্ট অবশ্যই ভালো কিছু আশা করছি। আমি সবসময় চ্যালেঞ্জ উপভোগ করি। অবশ্যই নিজের জায়গা থেকে সেরাটা দিতে পারবো।’
এসএইচ/এনইআর