মাশরাফি-মুশফিকদের অভিজ্ঞ সিলেট দলের সামনে শুরু থেকেই বেশ অসহায় লেগেছে তারুণ্যনির্ভর চট্টগ্রাম দলকে। মোহাম্মদ আমির ও রেজাউর রহমান রাজার তোপে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে সেটা আর কাটিয়ে উঠতে পারেনি শুভাগত হোমের দল। ফলে প্রথম ম্যাচেই ৯০ রানেরও কমে থেমেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ইনিংস।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর উদ্বোধনী ম্যাচে শুক্রবার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে মাঠে নেমেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট স্ট্রাইকার্স। টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে ৯ উইকেট হারিয়ে ৮৯ রান করেছে চট্টগ্রাম।

শুরুতেই ধাক্কা খায় চট্টগ্রাম। রান আউটে কাটা পড়ে বিদায় নেন মারুফ ব্যক্তিগত ১১ রান করে। এরপর আফগান দারউইশ রাসুলিকে ফেরান পাক পেসার মোহাম্মদ আমির। পরবর্তীতে আল আমিনও পারেননি ইনিংস বড় করতে। ফিরে যান ১৮ রান করে।

চট্টগ্রামের দলীয় অধিনায়ক শুভাগত হোমও পাননি রানের দেখা। ব্যক্তিগত ১ রান করে রেজাউর রাজার বলে ফিরে যান। এদিকে পাকিস্তানের ক্রিকেটার উসমান খানও পাননি রান। পেসার রাজার বলে আউট হওয়ার আগে করেন ২ রান।

ভারতীয় ক্রিকেটার উন্মুক্ত চাঁদ ফেরেন ৫ রান। এক প্রান্ত আগলে রেখে রানের চেষ্টা করছিলেন আফিফ। তবে ব্যক্তিগত ২৫ রান করে আমিরের বলে ফেরেন তিনিও। শেষ পর্যন্ত নির্ধারিত ওভার শেষে ৯ উইকেট হারিয়ে চট্টগ্রামের সংগ্রহ দাঁড়ায় ৮৯ রান।

১৪ রান দিয়ে ইনিংস সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন রাজা। কিপটে বোলিংয়ে আমিরের উইকেট দুটি। এছাড়া একটি উইকেট পেয়েছেন মাশরাফি।