মিরপুরে শনিবার বিপিএলের ম্যাচে ঢাকা ডমিনেটর্সের ব্যাটিং চলাকালীন ইনিংসের ষষ্ঠ ওভারে ঘটে বিতর্কিত এক ঘটনা। নাসুম আহমেদের করা ওভারের তৃতীয় বলে ঢাকার ব্যাটার সৌম্য সরকারকে লেগ বিফোরের আউট দেন আম্পায়ার মোর্শেদ আলি খান। সঙ্গে সঙ্গেই রিভিউ নেন সৌম্য। রিভিউতে সৌম্যকে আউট দিলে সৃষ্টি হয় বিতর্ক। সৌম্যকে বেশ বিরক্ত হতে দেখা যায় এসময়। 

শনিবার মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের তৃতীয় ম্যাচে ঢাকা ডমিনেটর্সের বিপক্ষে মাঠে নেমেছে খুলনা টাইগার্স। প্রথম ইনিংসের নির্ধারিত ২০ ওভার শেষে ঢাকাকে ১১৪ রানের লক্ষ্য দেয় খুলনা। জবাবে ব্যাট করতে নেমে ষষ্ঠ ওভারে ঘটে অপ্রীতিকর ঘটনাটি।

সৌম্যর বিরক্তি প্রকাশের কিছুক্ষণ পরেই তাকে নট আউট ঘোষণা করেন আম্পায়ার। এবার চটে যান খুলনার অভিজ্ঞ ক্রিকেটার তামিম ইকবাল। আম্পায়ারদের এমন সিদ্ধান্তহীনতার কারণে হতাশা প্রকাশ করতে দেখা যায় টাইগারদের ওয়ানডে অধিনায়ককে। ধারণা করা হচ্ছে, সৌম্যের গ্লাভসের বল লাগার পরেও তাকে এলবিডব্লিউ আউট দেওয়ায় অখুশী ছিলেন বাঁহাতি এই ব্যাটার। 

পরবর্তীতে অবশ্য বেশিক্ষণ টিকে থাকতে পারেননি সৌম্য। ওয়াহাব রিয়াজের বলে ক্যাচ আউট হয়ে ১৬ রানে ফিরে যান এই ব্যাটার।

এদিকে, নবম বাংলাদেশ প্রিমিয়ার লিগে নেই পূর্ণ ডিআরএস। টুর্নামেন্ট শুরুর আগে থেকেই যা নিয়ে চলছিল অনেক সমালোচনা। অবশেষে এবার মাঠের ক্রিকেটে দেখা গেল সেই ডিআরএস না থাকার কুফল। 

এর আগে খুলনার দেওয়া ১১৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতে হোঁচট খাই ঢাকা। দলের পাকিস্তানি ওপেনার আহমেদ শেহজাদ হাতের ইনজুরিতে পড়ে মাঠ ছেড়েছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ঢাকার সংগ্রহ ৯ ওভারে ২ উইকেট হারিয়ে ৫১ রান।