সবকিছু আল্লাহর ওপর ছেড়ে দিয়েছেন জিয়া
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হয়ে ১ টেস্ট, ১৩ ওয়ানডে ও ১৪ টি-টোয়েন্টি খেলেছেন জিয়াউর রহমান। শেষ জাতীয় দলে খেলেছেন বছর আটেক আগে ২০১৪ সালে। বর্তমান বয়স ৩৬, আর এই বয়সে ফিটনেস ধরে রেখে ক্রিকেটটা খেলে যাচ্ছেন, করছেন উপভোগও। তবে গতকাল চট্টগ্রামে জিয়া করেন হার-না মানা ৪৭ রানের ইনিংস।
এমন ইনিংস খেলতে মাত্র ২৫ বলে ৫ ছয় ও ৩ চারে জিয়া ছিলেন অপরাজিত। এই ইনিংসের পরও ফরচুন বরিশালের কাছে হেরেছে তার দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
বিজ্ঞাপন
অলরাউন্ডার জিয়া তার ক্যারিয়ার নিয়ে বলছেন, 'সবই আল্লাহ জানে। আল্লাহ কতদূর আমাকে নিয়ে যাবে। আমি চেষ্টা করে যাচ্ছি আমার ফিটনেস ধরে রাখার জন্য। পারফর্ম করার জন্য। সবই আল্লাহর হাতে। আমার হাতে কিছুই নেই।'
জিয়া যোগ করেন, ‘জাতীয় দল ব্যতিক্রম জিনিস। ওটা আমাদের কারোরই হাতে নেই। আমার হাতে যেটা আছে ফিটনেস ভালো রেখে ভালো পারফর্ম করা। আমি আসলে এটাই ফোকাস করছি। আসলেই আমার বয়স হয়েছে। পারফর্ম করার তো কোনো বিকল্প নেই। জাস্ট ইনজয় টু প্লে।’
বিজ্ঞাপন
পাওয়ার হিটিং নিয়ে জিয়া বলেন, ‘পাওয়ার হিটিং আমি যেটা অনুভব করি, মিরপুরের শেষ দুইটা ম্যাচ রান ১৮০-১৯০ হয়েছে। বাংলাদেশের খেলোয়াড়রা অনেক ভালো খেলেছে। তৌহিদ হৃদয়, জাকির ওরা অনেক ভালো খেলেছে। আমি যেটা মনে করি, পাওয়ার হিটিংয়ে আমাদের সমস্যা হচ্ছে উইকেট। উইকেট ভালো না হলে আপনি পাওয়ার হিট করতে পারবেন না।’
এসএইচ/এমজে