কিছুদিন আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে দাসুন শানাকাকে মাঁকড়ীয় আউট করেছিলেন মোহম্মদ শামি। সেই সময় ৯৮ রানে ব্যাট করছিলেন তিনি। ভারত অধিনায়ক রোহিত শর্মা সেই উইকেট ফিরিয়ে দেন। শতরান করেন শনাকা। এ বার মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দেখা গেল মাঁকড়ীয় আউট।

পাকিস্তান বনাম রোয়ান্ডার ম্যাচ ছিল। সেই ম্যাচে পাকিস্তানের বোলার জাইব উন নিসা রোয়ান্ডার শাকিলা নিয়োমুহোজাকে আউট করেন এভাবে। 

গেল অক্টোবর থেকে মাঁকড়ীয় আউটকে সাধারণ রান আউট হিসাবেই দেখছে আইসিসি। নিয়ম অনুযায়ী ক্রিকেটে এই ধরনের আউটে কোনো বাধা নেই। কিন্তু অনেক ক্রিকেটারই এই আউটের বিরুদ্ধে। ২০১৯ সালে আইপিএলে মাঁকড়ীয় আউট করেছিলেন রবিচন্দ্রন অশ্বিন। ইংল্যান্ডের জস বাটলারকে আউট করেছিলেন তিনি। তখন থেকেই এই আউট নিয়ে নানা বিতর্ক দেখা গেছে।

রোববারের ম্যাচটিতে পাকিস্তান জেতে ৮ উইকেটে। প্রথমে ব্যাট করে ১০৬ রান তোলে রোয়ান্ডা। ১৭.৫ ওভারেই সেই রান তুলে নেয় পাকিস্তান। 

এনএফ