পরিশ্রমের ফল পাচ্ছেন তৌহিদ হৃদয়রা
ফেভারিটের তকমা নিয়ে ঘরের মাঠে আয়ারল্যান্ড উলভসের মুখোমুখি হয়েছে বাংলাদেশ ইমার্জিং দল। দুই দলের লড়াইয়ে একমাত্র চারদিনের ম্যাচ ইনিংস ব্যবধানে জিতেছে লাল-সবুজের প্রতিনিধিরা। পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজেও বাজিমাত স্বাগতিকদের। চার ম্যাচের একটি পরিত্যক্ত হয়েছে, বাকি তিনটি জিতে সিরিজ জয় নিশ্চিত করেছে অধিনায়ক সাইফ হাসানের দল। সিরিজের শেষ ম্যাচেও জয় ভিন্ন ভাবনা নেই তাদের।
শুক্রবার সিরিজের চতুর্থ ম্যাচ শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে পরের ম্যাচের ভাবনা জানাতে গিয়ে বাংলাদেশ ইমার্জিং দলের ব্যাটসম্যান তৌহিদ হৃদয় বলেন, ‘অবশ্যই এটা আমাদের আত্মবিশ্বাস দিবে। আপনি যদি দেখেন তিনটা ম্যাচ আমরা খুব ভালোভাবে জিতেছি। সেখান থেকে একটা অনুপ্রেরণা পাচ্ছি। আমি আশা করি যেহেতু আমরা সিরিজের প্রথম থেকে ডমিনেট করছি, পরের ম্যাচ ভালো করে পুরো ওয়াশ করবো।’
বিজ্ঞাপন
ক্রিকেটার তৈরির মূল কাঠামো ধরা হয় দেশের ঘরোয়া ক্রিকেটকে। অথচ করোনার কারণে দীর্ঘদিন ঘরোয়া ক্রিকেট বন্ধ বাংলাদেশে। সবশেষ ২০২০ সালের মার্চ মাসে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ মাঠে গড়িয়েছিল, তবে সেটিও বন্ধ হয়ে যায় এক রাউন্ড পর। এরপর ঘরোয়া ক্রিকেটের নিয়মিত কোনও টুর্নামেন্ট হয়নি।
মাঝে বিসিবি প্রেসিডেন্টস কাপ ও বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ নামে দুইটি বিশেষ টুর্নামেন্ট আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেই দুই টুর্নামেন্টের সঙ্গে করোনার বন্ধের মধ্যে ফিটনেস নিয়ে বাড়তি কাজ করেছেন খেলোয়াড়রা। আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে খেলতে নেমে সেটির ফলই পাচ্ছেন তারা।
বিজ্ঞাপন
হৃদয় জানালেন, ‘এইচপি ক্যাম্পে আমরা অনেক দিন ধরে আছি। আমাদের প্রতিটা খেলোয়াড় অনেক ভালো শেপে আছে। প্রেসিডেন্ট কাপ, বঙ্গবন্ধু কাপ সবকিছুর মধ্যে ছিলাম। হয়তো এ জন্য আমাদের ব্যাটসম্যান বা বোলাররা ভালো পারফর্ম করছে। করোনার ভেতরেও আমরা বাসায় অনেক কাজ করেছি। হয়তো সেটার ফল পাচ্ছি এখন।’
টিআইএস/এটি/এমএইচ