চলতি মৌসুমেই রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি শেষ হচ্ছে দলটির অধিনায়ক সার্জিও রামোসের। কিন্তু এখনো পর্যন্ত নবায়ন হয়নি। অন্যদিকে এই মৌসুমেই শেষ হচ্ছে বার্সেলোনার সঙ্গে লিওনেল মেসির চুক্তির মেয়াদও, তার সঙ্গেও বার্সার নতুন কোনো চুক্তি হয়নি। 

এই দুইজনেরই নতুন ক্লাবে যাওয়া নিয়ে নানা গুঞ্জন চলছে। রিয়ালের চিরপ্রতিদ্বন্দী বার্সেলোনা। এই দুই ক্লাবের মধ্যে যুগ যুগ ধরেই চলছে দ্বৈরথ। তবে এবার রামোসকে মুখোমুখি হতে হয়েছে, বার্সেলোনাতে যাবেন কিনা এমন প্রশ্নের। রিয়াল অধিনায়ক অবশ্য সরাসরিই জানিয়ে দিয়েছেন বার্সায় যাওয়ার কোনো সম্ভাবনা নেই তার। 

তিনি বলেন, ‘কোনো সম্ভাবনা নেই। লাপোর্তার সঙ্গে আমার সম্পর্কটা দারুণ, কারণ আমি তাকে অনেক পছন্দ করি। তবে জীবনে এমন কিছু জিনিসও আছে যা অর্থ দিয়ে কেনা যায় না। যেমন জাভি বা পিকেকে কখনও রিয়ালে আসতে দেখা যাবে না।’

রামোসের মতো মেসির ক্লাব ছাড়া নিয়েও চলছে নানা ‍গুঞ্জন। মেসি কি বার্সেলোনা ছেড়ে রিয়ালে যোগ দিতে পারেন? সেই সম্ভাবনাও দেখছেন না রামোস। তবে মেসি যদি সত্যিই রিয়ালে যোগ দেন তাহলে আর্জেন্টাইন অধিনায়ককে নিজের বাড়িতে রাখতে চান স্প্যানিশ তারকা।

তিনি বলেন, ‘মেসিকে রিয়াল মাদ্রিদে স্বাগত জানাতে পারলে খুব খুশি হতাম। সেক্ষেত্রে প্রথম কয়েক সপ্তাহ তাকে আমার বাড়িতে রাখার সব ব্যবস্থাও করব। তার সেরা সময়ের বছরগুলোতে তাকে সামলাতে আমাদের বেগ পেতে হয়েছিল। তাই তার মুখোমুখি না হতে হলে ভালোই হবে। সে আমাদের জিততে ও আরও সাফল্য পেতে অবদান রাখতে পারবে।’

এমএইচ/এটি