চলমান বিপিএলের শুরুতে নিজেদের মাঠে অনুশীলনের ব্যবস্থা করে বেশ চমকই দিয়েছিল রংপুর রাইডার্স। এরপর মাঠের ক্রিকেটেও খুব একটা খারাপ অবস্থানে নেই নুরুল হাসানের নেতৃত্বাধীন এই দলটি। এখন পর্যন্ত এই টুর্নামেন্টে ৩ ম্যাচ খেলে ২ জয় নিয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বরে রয়েছে রংপুর। 

যদিও বিপিএলে একবারই শিরোপা জয়ের স্বাদ পেয়েছে উত্তরবঙ্গের দলটি। চলমান বিপিএল জিতে যোগ করতে চায় আরেকটি শিরোপা। রংপুর দলের বিদেশি ক্রিকেটার অ্যারন জোন্স জানালেন তার দল চ্যাম্পিয়নই হতে চায়।

রোববার দলীয় অনুশীলন শেষে জোন্স বলছিলেন, ‘আমাদের অনেক সমর্থক আছে। চ্যাম্পিয়ন হতে তো ভালোই লাগবে। টুর্নামেন্টে সমর্থকদের জন্য ভালো করে দলের মালিকদের ট্রফি এনে দিতে চাই। বলতে চাই না যে চাপ, তবে অবশ্যই চ্যাম্পিয়ন হতে চাই।’

জোন্স যোগ করেন, ‘আমরা জানি এ ধরনের টুর্নামেন্টে আপনি কিছু জিতবেন ও হারবেন। যতক্ষণ আমরা জিতবো, প্লে অফে যাবো। আমি যেমন বলেছি, দলে কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার আছে। আমার মনে হয় না আর খুব বেশি ম্যাচ হারবো।’

দলের অভিজ্ঞ ক্রিকেটার শোয়েব মালিককে নিয়ে জোন্স বলেন, ‘উনি কিংবদন্তি। এই পর্যায়ে অনেক রান করেছেন। খুব ভালো মানুষ, সহজেই কথা বলা যায়। দলের সবাইকে সাহায্য করেন। তার সতীর্থ হতে পেরে খুশি।‘

এসএইচ/এটি