বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়োজনে অনুষ্ঠিত ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৬ ক্রিকেট টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে গাজীপুর জেলা। সোমবার (১৬ জানুয়ারি) ময়মনসিংহের সার্কিট হাউজ মাঠে অনুষ্ঠিত এ খেলায় ৫১ রানের বিশাল ব্যবধানে শেরপুর জেলাকে হারায় গাজীপুর।

সকাল ৯টায় গাজীপুর জেলা অনূর্ধ্ব-১৬ ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন জয় টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। ৩৩ ওভারে ১০ উইকেট হারিয়ে নাজমুল হোসেন জয় ২০, সোয়াইব হোসেন সারজিত ১৬ ও মীসাম আহমেদের ১৩ রানে দলের সংগ্রহ দাঁড়ায় ১২৫। 

জবাবে ব্যাটিংয়ে নেমে গাজীপুর দলের নূরুজ্জামানের ৪ উইকেট এবং আহনাফ ইসলামের ও সোয়াইব হোসেন জয়ের ৪ উইকেট শিকারে বিধ্বস্ত হয়ে পড়ে শেরপুর দল। সবকটি উইকেট হারিয়ে শেরপুর জেলা দলের সংগ্রহ দাঁড়ায় ৭৪ রান।

আগামী বৃহস্পতিবার সকালে একই মাঠে নেত্রকোণা জেলার মুখোমুখি হবে গাজীপুর জেলা অনূর্ধ্ব-১৬ দল। এ খেলাতেও দলটি ভালো করবে বলে আশাবাদ জানিয়েছেন গাজীপুর জেলা দলের কোচ আনোয়ার হোসেন জাহিদ।