সোমবার বিপিএলের ম্যাচে আম্পায়ারের দেওয়া এক সিদ্ধান্তে আবারও হতাশা ঝরল ঢাকা ডমিনেটরস অধিনায়ক নাসির হোসেনের কণ্ঠে। আরাফাত সানির করা অফস্পিন বল সিলেট স্ট্রাইকার্সের ব্যাটার মুশফিকুর রহিমের প্যাডে আঘাত হানলে নট আউট দেন অনফিল্ড আম্পায়ার, রিভিউ নেয় ঢাকা। সেখানে টিভি আম্পায়ার নট আউট দিলে অবিশ্বাসের সীমানা ছাড়ায় ঢাকার খেলোয়াড়দের। 

ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের কাছে ৫ উইকেটে হেরেছে ঢাকা। ম্যাচশেষে সংবাদ সম্মেলনে এসে মুশফিকের সেই লেগ বিফোরের নট আউট নিয়ে কথা বলেছেন ঢাকার অধিনায়ক নাসির হোসেন। বেশ হতাশা নিয়েই বললেন কোন নিয়মে আউট হলেন না মুশফিকুর রহিম, তা জানেন না ঢাকার অধিনায়ক।

নাসির বলেন, ‘আসলে বড় স্ক্রিনে দেখে আমার মনে হয়েছিল আউট। কিন্তু আম্পায়ার সেটা নট আউট দিয়েছে, আমি জানি না সেটা কী নিয়মে নট আউট দিয়েছে। কিন্তু আমরা আম্পায়ারদের সম্মান করি, তাদের সিদ্ধান্ত আমরা মেনে নিব। 

ম্যাচে কোথায় পিছিয়ে পড়ে ঢাকা এমন প্রশ্নের জবাবে নাসির বলেন, ‘যদি আমাদের বোলিং, ফিল্ডিং দেখেন তাহলে দেখবেন যে আমাদের বোলাররা খুব ভালো বল করেছে। যেহেতু আমরা ১২৮ করেছি, এই রান ডিফেন্ড করা কঠিন। আমার মনে হয়েছে আমরা ২০-২৫ রান কম করেছি। আমাদের টপ অর্ডারে ছোট্ট একটা পার্টনারশিপ হলে ১৫-২০ রান বেশি হতে পারত। যেমন উইকেট ছিল, তাতে ১৪০-১৪৫ ফাইটিং স্কোর হতো।

নাসির যোগ করেন, ‘টার্নিং পয়েন্ট হচ্ছে আমাদের খুব অল্প সময়ে তিন উইকেট পড়ে গিয়েছিল, ওইটা একটা। আর মুশফিকের এলবিডব্লিউর সিদ্ধান্তটা আমাদের পক্ষে এলে ম্যাচের ফলটা অন্যরকম হতো।’

এসএইচ/এনইআর