কোহলির শূন্য, ভারতের ১২৪
এমন সময় শেষ কবে এসেছিল বিরাট কোহলির? আদৌ এসেছিল কিনা সে প্রশ্নও উঠতে পারে। সব ফরম্যাট মিলিয়ে সবশেষ পাঁচ ইনিংসের তিনটিতেই ভারতীয় অধিনায়ক ফিরেছেন শূন্য রানে। তার ডাক মারার দিনে খুব একটা ভালো অবস্থায় নেই ভারতও। প্রথম টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে ১২৫ রানের লক্ষ্য দিয়েছে ভারত।
ভারতের আহমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় স্বাগতিকরা। দলীয় ২ রানেই সাজঘরে ফেরত যান ওপেনার লুকেশ রাহুল। ব্যর্থ হন অধিনায়ক বিরাট কোহলিও।
বিজ্ঞাপন
পাঁচ বল খেললেও কোনো রান করতে পারেননি তিনি। আদিল রশিদের বলে ক্রিস জর্ডানের হাতে ক্যাচ তুলে দিয়ে আউট হন কোহলি। এরপর দলের হাল ধরেন ঋষভ পান্ত ও শ্রেয়াস আয়ার।
২ চার ও ১ ছক্কায় ২৩ বলে ২১ রান করে আউট হন পান্ত। তবে ফিফটি তুলে নেন আয়ার। জর্ডানের বলে আউট হওয়ার আগে ৮ চার ও ১ ছক্কায় ৪৮ বলে ৬৭ রান করে সাজঘরে ফেরত যান তিনি।
বিজ্ঞাপন
আয়ারের বিদায়ের পর খেই হারায় ভারতের ইনিংসও। ক্রিজে সেট হওয়া পান্ডিয়া শেষদিকে ঝড় তুলবেন, এমন আশা থাকলেও হতাশ করেন তিনি। ২১ বলে ১৯ রান করে আর্চারের বলে আউট হয়ে যান তিনি। বড় হয়নি ইংল্যান্ডের ইনিংসও।
নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৪ রানে থামে স্বাগতিকরা। ইংল্যান্ডের পক্ষে ৪ ওভারে ১ মেইডেনসহ ২৩ রান দিয়ে তিন উইকেট নেন জোফরা আর্চার।
এমএইচ