দলের প্রয়োজনেই জায়গা ছাড়লেন ইমরুল
জাতীয় দলে ওপেনার হিসেবেই আবির্ভাব ঘটেছিল ইমরুল কায়েসের। তবে ঘরোয়া ক্রিকেটে বিভিন্ন পজিশনেই ব্যাট করে থাকেন ইমরুল। চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে বরাবরের মতো এবারো কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে অধিনায়কের দায়িত্ব পালন করছেন ইমরুল। জানালেন ,দলের ভালোর জন্যই নিজের পছন্দের ব্যাটিং পজিশন ছেড়েছেন তিনি।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ম্যাচ জয় শেষে সংবাদ সম্মেলনে আসেন ইমরুল কায়েস। সেখানে দলের প্রতি নিজের ভূমিকা প্রসঙ্গে মুখ খোলেন এই অধিনায়ক।
বিজ্ঞাপন
ইমরুল বলেন, ‘আমি দলের প্রয়োজনে যখন দরকার... গেইম চেঞ্জার হিসেবে আমার ভূমিকাটা আসলে। এখন গিয়ে আমাকে খেলা ধরতে হবে, এই সময়ে গিয়ে আমার খেলার মোড় ঘুরিয়ে দিতে হবে, বলের থেকে রান বেশি করতে হবে। এই ভূমিকাতেই আমার খেলা।’
ইমরুল আরো বলেন, ‘দেখুন, আমি এখন তো কুমিল্লার হয়ে খেলছি, আমার রোলটা কুমিল্লার ভালোর জন্য। হ্যাঁ, আপনি যাদের নাম বললেন এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আমি কিন্তু এখন ঘরোয়াতে তিন নম্বরে ব্যাটিং করি। আমি কুমিল্লার হয়ে গত বছর একটা কিংবা দুইটা ম্যাচে ওপেন করেছিলাম।’
বিজ্ঞাপন
ইমরুল যোগ করেন, ‘একজন ব্যাটার হিসেবে আমি অবশ্যই চাই পাওয়ার প্লের ৬ ওভার কাজে লাগানোর। কিন্তু এটা আমি মিস করি, সবসময়ই বলি। কিন্তু দলের প্রয়োজনে আমি আমার জায়গাটা ছেড়ে দিয়েছি। আমার জায়গাটা এরকম খেলাটা যে পরিস্থিতিতে থাকবে সেখান থেকে ব্যাক করাতে হবে। এজন্যই আসলে আমার এই ত্যাগটা। তাছাড়া আর কিছু না।’
এসএইচ/এটি