চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পাকিস্তানি তারকা ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ান এসেছেন মাঠ মাতাতে। খেলছেন বর্তমান চ্যাম্পিয়ন দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে। বাংলাদেশে খেলতে এসে রিজওয়ান নিজের খেলার সঙ্গে কুমিল্লা দলের খেলোয়াড়দের সাহায্য করছেন নিয়মিত। দলের উইকেটকিপার ব্যাটার জাকের আলি অনিক জানালেন সে কথাই।

শুক্রবার কুমিল্লার দলীয় অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হন জাকের। সেখানে রিজওয়ানের প্রসঙ্গে তিনি বলেন, ‘রিজওয়ান ভাই অনেক ভালো একজন মানুষ। উনি নিজে থেকে আসেন সবকিছুতে সাহায্য করতে। ম্যাচের আগে নিজে থেকে এসে নক করে...। উনি আসার পর থেকেই দলের সবাইকে অনেক সাহায্য করেন। বোলিং মিটিংয়ে যান।’

বাংলাদেশের ঘরোয়া টুর্নামেন্টের সবচেয়ে বড় এই আসর ক্রিকেটারদের জন্য অনেক গুরুত্বপূর্ণ দাবি করে জাকের বলেন, ‘বিপিএল ক্রিকেটারদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এখানে ভালো খেললে আত্মবিশ্বাস বেড়ে যায়। পারফরম্যান্স করলে সব জায়গাতেই আপনি লাইমলাইট পেয়ে যাবেন। আমার কাছে মনে হয় নিজের কাজটা ঠিকমতো করা গুরুত্বপূর্ণ।’

বিপিএলের শুরুতে কুমিল্লা টানা তিন ম্যাচ হেরে পিছিয়ে পড়েছিল। তবে টানা জয়ে আবার ঘুরে দাঁড়িয়েছে ইমরুল কায়েসের দল। জাকের বলেন, ‘মোমেন্টাম দেখেন, হারের পরও আমরা একদমই ভেঙে পড়িনি। সবসময়ই চেষ্টা করছিলাম ইতিবাচক দিকগুলোর দিকে চোখ রাখতে। কোচ সবসময় বলছিল এই ম্যাচের এই পজিটিভ দিক, ওই ম্যাচের ওই ওই পজিটিভ দিক। আসলে আমরা পজিটিভনেসগুলো ছেড়ে দেইনি হারের পরও। এগুলো সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য খুব সাহায্য করেছে।’

এসএইচ/এনইআর