ছবি-সংগৃহীত

চলছে মহান ভাষা আন্দোলনের মাস ফেব্রুয়ারি। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শুক্রবারের বিপিএল ম্যাচ আয়োজন নিয়ে বিশেষ উদ্যোগ নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এদিন বাংলা বর্ণমালা সম্বলিত পাঞ্জাবি ও শাড়ি গায়ে চাপিয়ে ধারাভাষ্যকাররা কথা বলছেন বাংলা শব্দে। এছাড়া খেলোয়াড়রাও পরেছেন বাংলা বর্ণমালার ‘আর্মব্যান্ড’।

ম্যাচ শুরুর আগে মাঠে নেমে কার্টলি অ্যামব্রোস, আতাহার আলি খান, শামীম আশরাফ চৌধুরী, পামেলা সিংদের গ্রুপ ছবি তুলতে দেখা যায়। এরপর ম্যাচ শুরু হলে থেমে থেমে ধারাভাষ্য চলতে থাকে প্রাণের ভাষা বাংলায়। আতাহার আলি খানের কণ্ঠে শোনা যায়, ‘অসাধারণ একটা শট’, ‘দারুণ একটা শট’। লিটন দাসের ছক্কা হাঁকানোর পর পাকিস্তানের সাবেক অধিনায়ক ও ধারাভাষ্যকার আমির সোহেলও বললেন, ‘সুন্দর শট’

এছাড়া দুই দলের খেলোয়াড়রাও অ, আ, ই, ক, খ, গ লেখা আর্মব্যান্ড পরে খেলতে নেমেছে। ম্যাচের বিরতির সময় বা ওভারের বিরতিতে সাউন্ড বক্সে শোনা যাচ্ছে ৫২-এর ভাষা শহীদদের স্মরণে বিভিন্ন গান।

এছাড়া সাইড স্ক্রিনে ভেসে উঠছে কবিতার কয়েকচ্ছত্র লাইন। কবি আল মাহমুদের একুশের কবিতা থেকে- ‘প্রভাতফেরী, প্রভাতফেরী আমায় নেবে সঙ্গে, বাংলা আমার বচন, আমি জন্মেছি এই বঙ্গে’।

এসএইচ/এফআই