রোববার মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে চলতি বিপিএলের এলিমিনেটরের ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে ফরচুন বরিশাল। ৪ উইকেটে হারের পর বরিশালের ফেসবুক পেজে হঠাৎ এক বিস্ফোরক পোস্ট আসে। যেখানে সাকিব আল হাসানকে দায়ী করে পোস্ট দেওয়া হয়। যদিও পরবর্তীতে সেই পোস্ট ডিলিটও করা হয়। 

ডিলিট করা সেই পোস্টে লেখা ছিল,

‘সাকিব আল হাসানের কাছে একটি প্রশ্ন-

১৫.১ ওভারে ফরচুন বরিশালের রান ছিল ৩ উইকেটে ১২৬। যেমনটি নাজমুল আবেদিন ফাহিম বলেছেন এটা অধিনায়কের কল ছিল। বিপিএলে দারুণ ফর্মে থাকা আপনি (সাকিব) উইকেটে না যাওয়ার সিদ্ধান্ত নেন, আপনি ঠেলে দেন নতুন আসা রাজাপাকশেকে। যার বিপিএলে এর আগের অভিজ্ঞতা নেই। এমনকি আপনি ডোয়াইন প্রিটোরিয়াসকেও পাঠাননি, যিনি ছিলেন আগের ম্যাচের নায়ক। আপনার বোলাররা তাদের সেরাটা দিয়েছে। তবে এই হারের প্রধান কারণ আপনার কাজ না করে এমন ব্যাটিং রোটেশন সিস্টেম। সাকিবের প্রতি একটা প্রশ্ন- এই হারের দায় আপনি এড়াতে পারবেন?’

পরবর্তীতে ফরচুন বরিশালের মিডিয়া ম্যানেজার, মোহাম্মদ সেকান্দার আলী এক বিবৃতি দিয়ে জানান যে, ‘ফরচুন বরিশাল দলের অফিসিয়াল ফেসবুক পেজে অনাকাঙ্ক্ষিতভাবে একজন এডমিন অধিনায়ক সাকিব আল হাসানকে নিয়ে নেতিবাচক পোস্ট দিয়েছিল, যেটা সত্যিই হতাশাজনক। ভুলবশত পোস্টটি অফিসিয়াল পেজে চলে গেছে। পোস্টটি ডিলিট করা হয়েছে এবং ছেলেটিকে এডমিন থেকে ব্লক করার পাশাপাশি কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।'

এসএইচ