নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই হোঁচট খেয়েছে বাংলাদেশ দল। রোববার দিবাগত রাতে দক্ষিণ আফ্রিকার মাটিতে শ্রীলঙ্কার কাছে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ দল। ম্যাচের প্রথম দিকে পেসার মারুফা আক্তারের দারুণ বোলিংয়ের পরও শেষ দিকের ব্যর্থতায় বড় ব্যবধানে হারে টাইগ্রেসরা।

ম্যাচ শেষে অধিনায়ক জ্যোতি জানালেন হারের কারণ। তিনি বলছেন, ‘পাওয়ার প্লে’র সময় আমাদের ব্যাটিং দুর্দান্ত ছিল। কিন্তু ৬ ওভারের পর আমরা কোনো বাউন্ডারি পাইনি। এরই মূল্য দিতে হয়েছে।’

টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতেও যেন এমন পরিস্থিতি না হয়, সেজন্য হার্ডহিটিং নিয়ে আরও কাজ করার প্রত্যশা জ্যোতির, ‘আমরা পরের ম্যাচগুলোতে পাওয়ার প্লে’র এই ব্যাটিংটা করে যেতে চাই। বাউন্ডারি মারা নিয়ে কাজ করতে হবে আমাদের। শেষ দিকে আমরা উইকেটও বেশি হারিয়েছি।’

আরও পড়ুন : আশা জাগিয়েও হারে বিশ্বকাপ শুরু মেয়েদের

ম্যাচে ৪ ওভার বল করে ২৩ রান দিয়ে ৩ উইকেট শিকার করেছেন মারুফা। যে কারণে ১৮ বছর বয়সী এই পেসারের স্তুতি জানিয়ে জ্যোতি বলেন, ‘মারুফা আজ সত্যিই দুর্দান্ত বোলিং করেছে। সে মাত্রই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকে এসেছে এবং দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ, তা দেখিয়েছে। এছাড়া আমরা এখন অস্ট্রেলিয়াকে নিয়েই ভাবছি।’

আসরের প্রথম ম্যাচে আগে ব্যাট করতে নেমে ১২৭ রানের লক্ষ্য ছুড়ে দেয় বাংলাদেশ। ইনিংসের ১১ ওভার পর্যন্ত চালকের আসনে শামীমা সুলতানারাই ছিলেন। কিন্তু শেষদিকে শতরানের জুটিতে লঙ্কানদের জয়ের পথ সুগম করে দেন হারশিথা মাদাবি এবং নিলাক্ষি ডি সিলভা।

এসএইচ/এইচএস