উপমহাদেশের স্পিন কন্ডিশনে বাইরের দেশের খেলায় সংগ্রাম করার কথা বেশ পুরনো। এজন্য সিরিজ শুরুর আগে থেকেই উপমহাদেশের পিচ নিয়ে পক্ষে-বিপক্ষে তুমুল আলোচনা চলে। তবে এটাও সত্যি যে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ডসহ বাইরের দেশও তাদের দেশে অনুকূল পেস কন্ডিশনকে কাজে লাগায়। কিন্তু চলমান ভারত-অস্ট্রেলিয়া সিরিজের এক ম্যাচ ইতোমধ্যে শেষ হলেও পিচ বিতর্ক থামছেই না। নতুন করে সেসব বিতর্কে আরও হাওয়া লেগেছে। 

নাগপুরে বোর্ডার-গাভাস্কার টেস্ট সিরিজের প্রথম ম্যাচ তিন দিনেই শেষ হয়ে যায়। স্পিনারদের দাপটে ম্যাচটি পঞ্চম দিন পর্যন্ত গড়াবে না যে সেটা অনুমিতই ছিল। তবে ভারতীয় ব্যাটারদের চেয়ে বেশি লড়তে হয়েছে অস্ট্রেলীয়দের। তাদের খাবি খাওয়া ব্যাটিংয়ে দুই ইনিংসে কোন ব্যাটারই অর্ধশতকের দেখা পাননি। এমনকি তাদের দ্বিতীয় ইনিংসও শেষ হয়েছে মাত্র ৯১ রানে।

এ মাঠেই ৩ দিনে ভারত-অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট শেষ হয়

সেজন্যই হয়তো দ্বিতীয় ম্যাচ শুরুর আগে দু’দিন অনুশীলন করতে চেয়েছিলেন প্যাট কামিন্সরা। কিন্তু পিচে পানি ঢেলে দেওয়ায় তাদের সেই পরিকল্পনা ভেস্তে গেছে। মাঠকর্মীরা পিচে পানি ঢেলে দিয়েছে উল্লেখ করে এ ঘটনায় আইসিসির হস্তক্ষেপ চেয়েছেন প্রাক্তন অজি ক্রিকেটার ইয়ান হিলি।

একটি সাক্ষাৎকারে হিলি জানান, ‘এটা খুব খারাপ ঘটনা। খুব লজ্জাজনকও বটে। একটা দল অনুশীলন করার পরিকল্পনা করেছিল। কিন্তু ইচ্ছা করে সেটা ভেস্তে দেওয়া হল। ক্রিকেটের জন্য এটা ভাল বিজ্ঞাপন নয়। আমার মনে হয় আইসিসির বিষয়টা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া উচিত।’

অস্ট্রেলিয়ার প্রাক্তন এই উইকেটরক্ষক আরও জানান, ‘ভারতের কাছ থেকে আরো ভাল ব্যবহার আশা করেছিলাম। কিন্তু তাদের আচরণে আমি হতাশ। বিশ্বের সেরা দুটো দল খেলছে। ম্যাচের সময় যে ধরনের পিচ দেওয়া হচ্ছে, সেই ধরনের পিচে অনুশীলনও করতে দেওয়া উচিত। কিন্তু সেটা হচ্ছে না। এটা খুব খারাপ।’

আরও পড়ুন : ‘পিচ নিয়ে একটু বেশিই কথা বলছে অস্ট্রেলিয়া, জাদেজার ক্ষোভ’

বর্তমানে ভারতে অবস্থানরত অস্ট্রেলিয়ার সাংবাদিকদের অভিযোগ, ম্যাচ শেষ হওয়ার পরে অস্ট্রেলিয়া দল অনুরোধ করেছিল পিচে যাতে পানি না দেওয়া হয়। তারপরও সেই অনুরোধ রাখা হয়নি। তার ফলে রোববার অস্ট্রেলিয়া দল অনুশীলন করতে পারেনি। সোমবার পিচের কী পরিস্থিতি সেটা দেখার পর তারা সিদ্ধান্ত নেবে যে সোমবার নাগপুরে অবস্থান করবে কিনা। পিচ ভাল না থাকলে সোমবারই তারা দিল্লি চলে যাবে।

এর আগে নাগপুরে টেস্ট শুরুর আগে কোনো প্রস্তুতি ম্যাচ খেলেনি স্মিথ-ওয়ার্নাররা। অস্ট্রেলিয়ার ব্যাটার স্টিভ স্মিথ জানিয়েছিলেন, প্রস্তুতি ম্যাচের সঙ্গে মূল ম্যাচের পিচের আকাশ-পাতাল পার্থক্য থাকে। তাই তারা প্রস্তুতি ম্যাচ খেলবেন না।

কিন্তু প্রথম টেস্টে শোচনীয় ফলের পরে অনুশীলনের ওপর বেশি গুরুত্ব দিয়েছেন কামিন্সরা। কিন্তু তাতেও বাধা পেলেন তারা। আগামী ১৭ ফেব্রুয়ারি দিল্লিতে চার ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে দল দুটি মুখোমুখি হবে।

এএইচএস