খেলার উপযোগী না হওয়ায় ভারত-অস্ট্রেলিয়া সিরিজের ভেন্যু পরিবর্তন
বর্ডার-গাভাস্কার সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ঘূর্ণির ফাঁদে ফেলেছিল ভারত। পুরো সিরিজেই হয়তো স্পিনস্বর্গ ধরনের পিচে খেলতে হতে পারে সফরকারীদের। তবে একেবারেই খেলা হওয়ার মতো যোগ্য মাঠ নয় ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম। তাই সিরিজের ভেন্যুর তালিকা থেকে বাদ পড়েছে এই স্টেডিয়াম।
ভারত সফরে এবার চারটি টেস্ট খেলবে অস্ট্রেলিয়া। প্রথম টেস্টে তিন দিনের মধ্যেই হেরে গেছে ভারত। সিরিজের দ্বিতীয় টেস্ট ১৭ তারিখ থেকে। বিশাল বিরতির পর তৃতীয় টেস্ট ১ তারিখ থেকে। ম্যাচটি হওয়ার কথা ছিল ধর্মশালায়। তবে হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামটি প্রস্তুত না থাকায় এই ভেন্যুতে খেলা হচ্ছে না বলে জানিয়ে দিয়েছে কর্তৃপক্ষ।
বিজ্ঞাপন
সোমবার এক বিবৃতির মাধ্যমে ভেন্যু পরিবর্তনের ব্যাপারটি নিশ্চিত করেছে বিসিসিআই। তীব্র শীতের কারণে হিমাচলের আউটফিল্ডে এবার পর্যাপ্ত ঘাস হয়নি। পুরোপুরি ঠিক হতে আরো সময় লাগবে। তাই বাতিল করা হয়েছে এই ভেন্যু। হিমাচলের বদলি হিসেবে অন্য ভেন্যুর নামও ঘোষণা করেছে ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড। পরিদর্শন প্যানেলের রিপোর্টের ভিত্তিতে ধর্মশালার পরিবর্তে ইন্দোরকে তৃতীয় টেস্টের ভেন্যু ঘোষণা করা হয়েছে।
গত বছরের ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কার দুটি টি-টোয়েন্টি হয়েছিল হিমাচলে। তারপর থেকে আর কোনো আন্তর্জাতিক ম্যাচ হয়নি এখানে। অন্যদিকে ইন্দোরের হলকার ক্রিকেট স্টেডিয়ামে এর আগে দুটি টেস্ট হয়েছিল। ২০১৬ সালে নিউ জিল্যান্ড ও ২০১৯ সালে বাংলাদেশের বিপক্ষে দুটি ম্যাচেই বড় ব্যবধানে জিতেছিল ভারত।
বিজ্ঞাপন
এনইআর