শিরোপার মঞ্চে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই তৌহিদ হৃদয়কে হারায় সিলেট স্ট্রাইকার্স। তানভীর ইসলামের প্রথম বলেই কোনো রান না করে বোল্ড হয়ে ফেরেন হৃদয়। আগের দুই ম্যাচে সাফল্য পেলেও আজ তিনে নেমে ব্যর্থ মাশরাফি বিন মুর্তজা। ১ রান করে আন্দ্রে রাসলের বলে ক্যাচ আউট হয়ে ফিরে যান অধিনায়ক। এরপর দলের হাল ধরেন শান্ত ও মুশফিক।

পুরো মৌসুম জুড়ে ব্যাট হাতে দাপট দেখানো শান্ত ফাইনালেও প্রমাণ করে চলেছেন নিজেকে। চারে নামা অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে দলকে নিয়ে যাচ্ছেন বড় সংগ্রহের দিকে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১০.২ ওভারে সিলেটের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ৭৫ রান। 

শান্ত অপরাজিত রয়েছেন ৫০ রানে এবং উইকেটের অন্য প্রান্তে মুশফিক অপরাজিত আছেন ২৩ রানে।

এদিকে ফাইনাল ম্যাচের প্রথম ওভারে বল হাতে আন্দ্রে রাসেল দেন ১৮ রান। যদিও পরের ওভারেই উইকেট তুলে নেন তিনি।

কুমিল্লা একাদশঃ লিটন দাস, সুনীল নারিন, জনসন চার্লস, ইমরুল কায়েস(অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, মঈন আলী, জাকের আলী, আন্দ্রে রাসেল, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, মুকিদুল ইসলাম।

 

সিলেট একাদশঃ তৌহিদ হৃদয়, নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, রায়ান বার্ল, মুশফিকুর রহিম, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), থিসারা পেরেরা, জর্জ লিন্ডে, তানজিম হাসান সাকিব, লুক উড, রুবেল হোসেন।