ফাইনালের মধ্যে দিয়ে বৃহস্পতিবার রাতে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নবম আসরের পর্দা নেমেছে। তবে আসরজুড়ে ব্যাট কিংবা বল হাতে নজরকাড়া পারফর্ম করেছেন দেশীয় ক্রিকেটাররা। ফাইনাল শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের চোখেও ধরা দিয়েছে সেটা।

মিরপুর শেরে-ই বাংলা মাঠে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে পাপন বললেন, ‘বোলিংয়ে দেখেন হাসান মাহমুদ এবং তানভীর সর্বোচ্চ উইকেট শিকারি বোলার। আপনি যদি সর্বোচ্চ রান দেখেন, সেখানেও সবাই আমাদের ক্রিকেটার। শান্ত সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছে ঠিক। কিন্তু যে জিনিসটা আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে সেটা হলো প্রথম থেকে সব ভালো বিদেশি খেলোয়াড় আসতে পারেনি। তবে আমাদের স্থানীয় খেলোয়াড়দের পারফর্ম্যান্সে একটা টুর্নামেন্ট কত ভালো হতে পারে, কত জমজমাট হতে পারে এবং এ দেশের মানুষ তাদের কত সাপোর্ট করতে পারে সেটা এই প্রথম দেখলাম।’

আরও পড়ুন : ‘বিপিএলে বাংলাদেশিদের মধ্যে যে রেকর্ড এখন শান্তর’

দেশি ক্রিকেটারদের পারফর্ম্যান্সে পাপন বেশ খুশি হলেও শান্ত-জাকিররাই যে চ্যাম্পিয়ন হবে সেটি তিনি ধারণা করতে পারেননি। ম্যাচ শেষে বোর্ড সভাপতি সেটি অকপটে স্বীকারও করে নিয়েছেন।

নাজমুল হাসান পাপন বলেন, ‘টুর্নামেন্ট শুরুর আগে আমাকে যদি কেউ জিজ্ঞেস করত, আমি নিশ্চিত কারোরই ধারণাই ছিল না যে শান্ত, তৌহিদ, তানভীর, জাকির এরাই সেরা খেলোয়াড় হবে। আমার মনে হয় না এটা কেউ আন্দাজ করেছে।’

এসএইচ/এএইচএস