বাংলাদেশকে রানের পাহাড়ে চাপা দিল নিউজিল্যান্ড
বাঁচা-মরার লড়াইয়ে শুক্রবার নিউজিল্যান্ড নারী দলের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস হেরে বোলিংয়ে নেমে শুরু থেকেই কিউই নারীদের তোপের মুখে পড়ে নিগার সুলতানার দল। মিডল ওভারে বেশকিছু উইকেট পেলেও শেষের ঝড়ে পাহাড়সম লক্ষ্যের সামনে পড়েছে বাংলাদেশের নারীরা।
কেপ টাউনে টস জিতে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংস শেষে বাংলাদেশকে ১৯০ রানের লক্ষ্য দিয়েছে কিউই নারীরা।
বিজ্ঞাপন
শুরু থেকেই রানের লাগাম টানতে পারেনি বাংলাদেশের নারীরা। অবশ্য খুব একটা সুযোগও দেননি নিউজিল্যান্ডের ওপেনাররা। দুই ওপেনার মিলে ৭৭ রানের জুটি গড়ে উড়ন্ত সূচনা এনে দেন কিউইদের। ৪৪ রান করা বার্নাডাইনকে ফেরান স্বর্ণা আক্তার। ১৩ রান করে ফেরেন অ্যামেলিয়া কর। সোফিয়া ডিভাইন ফেরেন প্রথম বলেই।
তবে একপ্রান্ত আগলে রেখে ব্যাটিং করে গেছেন কর। ৬১ বলে খেলেছেন ৮১ রানের অনবদ্য ইনিংস। আর ঝোড়ো ব্যাটিংয়ে শেষদিকে তাকে সঙ্গ দিয়েছেন ম্যাডি গ্রিন। এই অলরাউন্ডারের ব্যাট থেকে এসেছে ২০ বলে ৪৪ রান। তাতে ১৮৯ রানের বিশাল সংগ্রহ পেয়ে যায় কিউইরা।
বিজ্ঞাপন
এনইআর