ইংল্যান্ড সিরিজেও ফিরছেন না সুজন
গেল বছর ভারতের বিপক্ষে ঘরের মাটিতে সিরিজে বাংলাদেশ দলের সঙ্গে ছিলেন না খালেদ মাহমুদ সুজন। গুঞ্জন ছিল, আসন্ন ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে আবারও টিম ডিরেক্টরের পদে ফিরতে যাচ্ছেন বিসিবি পরিচালক সুজন। তবে সোমবার সুজন নিজেই জানালেন টিম ডিরেক্টরের পদে মনে হয় না ফিরছেন তিনি।
মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে গণামাধ্যমের মুখোমুখি হন সুজন। সেখানে ইংল্যান্ড সিরিজে দলের টিম ডিরেক্টর হিসেবে থাকছেন কিনা এমন প্রশ্নের জবাবে সুজন বলেন, ‘না, আমার মনে হয় না। এটা যেহেতু হোম সিরিজ, আমি চাই না আসলে। হোম সিরিজে যেহেতু আমরা সবাই থাকি, আমি মনে হয় না থাকব। এই সিরিজটা যাক, তারপর দেখা যাবে। হোম সিরিজে এখানে সবাই আছি বোর্ডের, সবাই সাহায্য করতে পারবে। আমি মনে হয় না এই সিরিজে ফিরব।’
বিজ্ঞাপন
এদিকে আজ রাতেই ফিরছেন নতুন প্রধান কোচ হাথুরুসিংহে। তাকে প্ল্যানিং মাস্টার অ্যাখ্যা দিয়ে সুজন বলেন, ‘হাথুরু অনেক বড় চিন্তা করে। আমরা সবাই জানি, হাথুরু ভালো পরিকল্পনাকারী। সত্যি বলতে আমার মনে হয় পরিকল্পনায় মাস্টার সে। কারণ, সে অনেক বড়টা দেখতে পারে, দূরেরটা দেখতে পারে। সুতরাং আমার মনে হয়, ও এলে এগুলো নিয়ে কাজ করা যাবে।’
এসএইচ/এনইআর
বিজ্ঞাপন