ইংলিশ বোলারদের তোপে রীতিমতো ধুঁকছে বাংলাদেশের ব্যাটাররা। প্রথম ওয়ানডেতে শুরুতে ব্যাট করতে নেমে ৪২ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে স্বাগতিকদের সংগ্রহ ১৮২ রান। আরও একবার দলকে খাদের কিনারা থেকে টেনে তোলার চেষ্টা চালাচ্ছিলেন ভারত জয়ের নায়ক মেহেদী মিরাজ। তবে এবার আর পারলেন না। আর্চারের অফ স্ট্যাম্পের বাইরের বলে চিরাচরিত খোঁচা মারতে গিয়ে বাটলারের বিশ্বস্ত হাতে কাটা পড়লেন। 

বুধবার (০১ মার্চ) টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে দলীয় ৩৩ রানেই প্রথম উইকেটের পতন ঘটেছে টাইগারদের। এরপর থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে নির্ধারিত ৫০ ওভার ব্যাট করা নিয়েই শঙ্কা জেগেছে। 

ব্যক্তিগত ১৫ বলে ৭ রান করে বিদায় নিয়েছেন ওপেনার লিটন দাস। ইংলিশ পেসার ক্রিস ওকসের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে বিদায় নেন টাইগার এই ওপেনার।

এরপর টাইগারদের দ্বিতীয় উইকেটের পতন ঘটে ৫১ রানে। মার্ক উডের বল ব্যাটে ফ্লিক করতে গিয়ে কোণায় লেগে স্টাম্প ভাঙে অধিনায়ক তামিম ইকবালের। এরপর একে একে আউট হয়ে ফেরেন মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান। মুশফিক ১৭ রানে আদিল রশিদের বলে ক্যাচ দিয়ে আউট হন। অন্যদিকে সাকিবও শান্তকে সঙ্গ দিতে ব্যর্থ হয়েছেন। মঈন আলীর বলে তিনি বোল্ড হয়ে ফেরার আগে করেছেন মাত্র ৮ রান। 

দলকে লজ্জার হাত থেকে বাঁচিয়েছে তাদের জুটি। 

 

ব্যাটারদের ব্যর্থতার দিনে আলো ছড়িয়েছেন বিপিএল মাতানো শান্ত। তিন নম্বরে খেলতে নেমে হাফ-সেঞ্চুরি তুলে নিয়েছেন বাঁহাতি এ ব্যাটার। নিজের ওয়ানডে ক্যারিয়ারের প্রথম অর্ধশতক পেতে ৬৭ বল খেলেছেন এই টপ অর্ডার ব্যাটার। তবে বেশিদূর টানতে পারলেন না!রশিদের মোটামুটি হাফ ট্র্যাকারে পড়া গুগলি টেনে মারতে গিয়ে শর্ট মিডউইকেটে ধরা পড়েছেন শান্ত, ৫৮ রান করে।

শান্তর পর সাজঘরে ফিরে গেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ক্রিজে থিতু হয়েছিলেন, এরপর মার্ক উডের ডাউন দা লেগের বলে ব্যাট চালিয়ে ধরা পড়লেন উইকেটের পেছনে। বাটলার ক্যাচ ঠিকঠাক নিয়েছেন কি না, সেটি অবশ্য নিশ্চিত ছিলেন না মাঠের আম্পায়াররা। সফট সিগন্যালও ছিল নটআউট। তবে টেলিভিশন রিপ্লেতে দেখা গেছে, বাটলার বাঁদিকে ঝুঁকে ক্যাচ নিয়েছেন পরিষ্কারভাবেই। ৪৮ বলে ৩১ রান করেছেন তিনি। 

এফআই