ইংল্যান্ডের একাদশে সাকিব
ইংল্যান্ডের বিপক্ষে হার দিয়ে সিরিজ শুরু করা বাংলাদেশের আজ জয়ের বিকল্প নেই। অন্যদিকে সফরকারীদের নজর থাকবে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করা। দুই দলের সমীকরণ ভিন্ন ভিন্ন হলেও লক্ষ্য এক ও অভিন্ন। আর তা হচ্ছে জয় নিয়ে মাঠ ছাড়া।
শুক্রবার মিরপুর শের-ই বাংলায় সিরিজ বাঁচানোর ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামছে বাংলাদেশ। তবে সফরকারীদের দলে রয়েছে দুই পরিবর্তন। জোফরা আর্চারের পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন সাকিব মাহমুদ। এছাড়া ক্রিস ওকসের পরিবর্তে একাদশে ফিরেছেন স্যাম কারান।
বিজ্ঞাপন
প্রথম ওয়ানডেতে অল্প পুঁজি নিয়েও ইংলিশ শিবিরে কাঁপন ধরিয়েছিল বাংলাদেশের বোলাররা। তবে শেষ পর্যন্ত ডেভিড মালানের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে জয় নিয়ে মাঠ ছাড়ে সফরকারীরা। সিরিজ নিশ্চিতের ম্যাচেও ছাড় দিয়ে চায় না ইংলিশরা। আর্চার ও ওকসের বদলে দলে যুক্ত হয়েছেন পেসার সাকিব মাহমুদ ও স্যাম কারান।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
বিজ্ঞাপন
ইংল্যান্ড একাদশ: জেসন রয়, ফিল সল্ট, ডেভিড মালান, জেমস ভিন্স, জস বাটলার (অধিনায়ক ও, উইকেটরক্ষক), উইল জ্যাকস, মঈন আলী, স্যাম কারান, আদিল রশিদ, সাকিব মাহমুদ ও মার্ক উড।