পিএসজির সর্বোচ্চ গোলদাতা হয়ে যা বললেন এমবাপে
জাতীয় দল ও দেশীয় ক্লাব পিএসজির হয়ে দুর্দান্ত খেলছেন কিলিয়ান এমবাপে। নিজের প্রথম বিশ্বকাপেই জিতেছেন শিরোপা। এরপর তিনি টানা দ্বিতীয় আসরের ফাইনালও খেলেছেন। তবে সেখানে লিওনেল মেসির আর্জেন্টিনার কাছে হেরে রানার-আপ হয় এমবাপের ফ্রান্স। তবে ব্যক্তিগতভাবে সর্বোচ্চ গোলের পুরস্কার জেতেন এমবাপে। এবার তিনি পিএসজির হয়েও শীর্ষ গোলদাতাও হয়েছেন। পেছনে ফেলেছেন তার সাবেক সতীর্থ উরুগুয়ের এডিনসন কাভানি। এর প্রতিক্রিয়ায় এমবাপে বলছেন, ‘ইতিহাস গড়তে এসেছি।’
লিগ ওয়ানে শনিবার রাতে নঁতের বিপক্ষে বড় জয় পেয়েছে প্যারিস জায়ান্টসরা। শুরুতেই দলকে এগিয়ে নেন লিওনেল মেসি। এরপর পিছিয়ে পড়লে, সেখান থেকে দলকে টেনে তোলেন এমবাপে। সেই গোলের মাধ্যমে তিনি পিএসজির হয়ে করা কাভানির গোলের রেকর্ড ভেঙেছেন। ক্লাবটির জার্সিতে এমবাপের গোলসংখ্যা ২০১টি। এই মাইলফলক ছুঁতে তিনি খেলেছেন ২৪৭ ম্যাচ।
বিজ্ঞাপন
গোলের অনন্য রেকর্ড গড়ার পর এমবাপে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। কথা বলেছেন সংবাদমাধ্যম ক্যানাল প্লাসের সঙ্গে, ‘আমি খেলছি ইতিহাস গড়ার জন্য। এটি আমি সব সময়ই বলেছি যে আমি ফ্রান্সে ইতিহাস গড়তে চেয়েছি, রাজধানী-দেশ এবং আমার শহরের হয়ে।’
তিনি আরও বলেন, ‘আমি যা করেছি তা সুন্দর। কিন্তু এখনও আমার অনেক দূর যাওয়া বাকি। এটি আমার ব্যক্তিগত অর্জন। কিন্তু আমি দলের জন্যও কিছু করতে এসেছি।’
বিজ্ঞাপন
আরও পড়ুন : ‘রেকর্ড গড়া এমবাপেকে মেসির অভিনন্দন’
অন্যদিকে লিগ ওয়ানে কাভানির চেয়ে মাত্র ১ গোল পিছিয়ে আছেন এমবাপে। লিগটিতে কাভানি সর্বোচ্চ গোল ১৩৮টি। চলতি মৌসুমেও লিগে গোলদাতাদের মধ্যে সবার ওপরে এমবাপে। পিএসজির হয়ে তিনি ২২ ম্যাচে ১৮ গোল করেছেন। যার ফলে তিনি লিগ ওয়ানে দলকে শীর্ষে নিয়ে যেতে বড় ভূমিকা রেখেছেন।
এএইচএস