ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ থেকে ছিটকে গেছে বাংলাদেশ দল। সিরিজের শেষ ওয়ানডেতে বাংলাদেশের লক্ষ্য হোয়াইটওয়াশ এড়ানো। দুই দলই এখন অবস্থান করছে বন্দরনগরী চট্টগ্রামে।

প্রথম ওয়ানডেতে কিছুটা প্রতিরোধ গড়তে পারলেও দ্বিতীয় ওয়ানডেতে বলতে গেলে অসহায় আত্মসমর্পণ করেছে স্বাগতিকরা। ঘরের মাঠে এখন হোয়াইটওয়াশের চোখরাঙানি। অবশ্য দলের এমন বাজে পরিস্থিতি থেকেও ঘুরে দাঁড়ানোর সুযোগ দেখছেন টাইগারদের স্পিন কোচ রঙ্গনা হেরাথ। 

ম্যাচের আগের দিন দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এসেছিলেন সাবেক লঙ্কান এই ক্রিকেটার। সেখানে জানিয়েছেন সিরিজ হারলেও ঘুরে দাঁড়াতে প্রস্তুত টাইগাররা। এছাড়া পরবর্তী দুই সিরিজে চোখ রাখছেন এই স্পিন কোচ।

হেরাথ বলছিলেন, 'আমরা ইতোমধ্যে ইংল্যান্ডের কাছে (সিরিজ হার) দুই ম্যাচ হেরেছি। আমাদের ঘুরে দাঁড়ানোর পথ খুঁজতে হবে এখান থেকে। সামনে বিশ্বকাপ, আমাদের হাতে দুইটি সিরিজ আছে আয়ারল্যান্ড এবং আফগানিস্তান। বিশ্বকাপ সামনে রেখে আমাদের সর্বোচ্চ সামর্থ্য দেখাতে হবে।'

হেরাথ বলেন, হারা দলের অংশ হয়ে থাকাটা কঠিন। তবে হারজিত খেলার অবিচ্ছেদ্য অংশ। ইংল্যান্ডের বিপক্রেষ শেষ ওয়ানডেতেও ভালো খেলার জন্য মুখিয়ে আছি আমরা। 

চট্টগ্রামে প্রচুর রান হয়ে থাকে, সবশেষ ভারতের বিপক্ষে সিরিজেও রান উঠেছিল অনেক। তবে এবারের উইকেটে ভিন্ন কিছুর আশা দেখছেন হেরাথ। বলেন, আসলে এখানে কিছুটা ভিন্ন ধরণের উইকেটও থাকতে পারে। ভারত সিরিজের মতো এবার সেরকম কিছু ঘটবে না বলেই আশা করি। 

এসএইচ/এফআই